সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই জয়পুরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা ভলোদিমিরিভনা জেলেনস্কা! গত কয়েক বছর ধরে যুদ্ধ চলছে কিয়েভ ও রাশিয়ার। এখনও শান্ত হয়নি পরিস্থিতি। ইউক্রেনের আকাশে ঘনঘন উড়ে যায় মিসাইল। এহেন পরিস্থিতিতে হঠাৎই কেন ভারতে জেলেনস্কির স্ত্রী?
জানা গিয়েছে, টোকিওগামী বিমানে ছিলেন ইউক্রেনের ফার্স্ট লেডি জেলেনস্কা। তাঁর সঙ্গে ছিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রিল সিবিনা। ছিলেন জেলেনস্কি সরকারের অন্য সিনিয়র সদস্যরাও। কিন্তু বিমানে জ্বালানি ঘাটতি থাকার কারণেই জয়পুরে নামতে হয় সেই বিমানকে। গত রবিবার ভোর সাড়ে ৬টায় ভারতে এসে পৌঁছয় বিমানটি। প্রথমে জয়পুর এটিসির কাছে ল্যান্ডিংয়ের অনুমতি চায় পাইলট। পরে অনুমতি পেয়ে সেটি অবতরণ করেন। এরপর প্রায় পৌনে দু’ঘণ্টা ভারতেই ছিলেন জেলেনাস্কা। জ্বালানি ভরা হলে ফের ৮টা নাগাদ সেটি উড়ে যায় জাপানের উদ্দেশে।
প্রসঙ্গত, ইউক্রেনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত বিস্তৃত। ভারত সেই প্রথম দেশগুলির মধ্যে অন্যতম যারা ১৯৯১ সালের ডিসেম্বরে ইউক্রেনকে একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এবং ১৯৯২ সালের জানুয়ারিতেই কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় দুই দেশের। যদিও এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে সংঘাত চলছে ‘ভারতবন্ধু’ রাশিয়ার, তবুও নয়াদিল্লি বারবার জানিয়েছে, যুদ্ধ নয় কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়েই সমাধানের চেষ্টা করা উচিত দুই দেশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.