Advertisement
Advertisement
Bihar

ভাইঝিকে ধর্ষণের পর পিটিয়ে খুন! কাঠগড়ায় কাকা

খুনের পর দেহ খাটের সঙ্গে বেঁধে রাখার অভিযোগও উঠেছে ধৃতের বিরুদ্ধে।

Uncle is accused of killed minor girl after physically abusing her in Bihar

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:December 17, 2024 8:04 pm
  • Updated:December 17, 2024 8:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছরের কিশোরীকে ধর্ষণের পর পিটিয়ে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুরের ধারাহারা হনুমান টোলা এলাকায়। মঙ্গলবার বিহার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ওই নাবালিকা কাকার বাড়িতে কিছু আনতে যায়। সেই সময় তাকে আটকে রেখে কাকা নির্যাতন চালিয়ে খুন করে। কিশোরী দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে বেরোন পরিবারের সদস্যরা। অভিযুক্তের বাড়িতে যেতেই কিশোরীকে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান তাঁরা। কিশোরীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত তাঁদের মেয়ের উপর শারীরিক নির্যাতন করে পিটিয়ে খুন করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয়রাও একই অভিযোগ করেছেন। 

কাকার ঘরে খাটের সঙ্গে কিশোরীর দেহ বাঁধা অবস্থায় দেখে চিৎকার শুরু করেন বাড়ির সদস্যরা। চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে যান স্থানীয়রা। অভিযুক্তকে পাকড়াও করেন তাঁরা। ক্ষুব্ধ জনতা কিশোরীর কাকাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে কিশোরীর পরিবার। ভোজপুরের পুলিশ সুপার বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়েটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ