Advertisement
Advertisement
Madhya Pradesh

ফের দুর্ঘটনা! এবার মধ্যপ্রদেশে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, আহত ৬

ফের সেতু বিপর্যয়!

Under-construction bridge collapses in Madhya Pradesh, 6 injured
Published by: Subhodeep Mullick
  • Posted:June 16, 2025 10:33 am
  • Updated:June 16, 2025 10:38 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সেতু বিপর্যয়! পুণের পর এবার মধ্যপ্রদেশে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ সেতু। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬ জন শ্রমিক। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

জানা গিয়েছে, রবিবার দুপুর একটা নাগাদ মধ্য প্রদেশের শিবপুরী জেলার পোহরি হাইওয়ের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৮০ কোটি টাকার ওই নির্মীয়মাণ সেতুর একাংশ। সেই সময়ে সেতুর উপরে কাজ করছিলেন ৬ শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু কারণে এই দুর্ঘটনাটি ঘটল? সেতুটি নির্মাণের জন্য যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল তাদের এক আধিকারিক জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিপর্যয়। তিনি বলেন, “অনুমোদিত সীমার বাইরে গিয়ে অতিরিক্ত কম্পন প্রয়োগ করা হয়েছিল, যার ফলে কাঠামোটি দুর্বল হয়ে সেতুটির একাংশ ভেঙে পড়ে।” ইতিমধ্যেই ওই সংস্থাকে আইনি নোটিস পাঠানো হয়েছে বলে খবর। কোতয়ালি থানার আধিকারিক কৃপাল সিং রাঠোর বলেন, “গোটা ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ এখনও টাটকা। কেদারনাথে কপ্টার ভেঙে হয়েছে মৃত্যুও। এবার সেতু বিপর্যয়। তা-ও জোড়া দুর্ঘটনা। রবিবার দুপুরে পুণেতে ইন্দ্রায়নী নদীর উপর সেতু ভেঙে মৃত্যু হয়েছে ৪ জনের। তার মাঝেই এবার মধ্যপ্রদেশে ঘটে গেল অঘটন।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ