Advertisement
Advertisement
Kerala

বিয়েতে আমন্ত্রণ না পেয়ে বরের বাড়িতে ইট ছোঁড়ার ‘শাস্তি’, পাত্রের হাতেই খুন প্রতিবেশী!

রণক্ষেত্র হয়ে ওঠে বিয়েবাড়ি। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

Uninvited for wedding, man pelts stone at house; hacked to death by groom in Kerala | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:March 3, 2023 7:02 pm
  • Updated:March 3, 2023 7:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবেশীর বিয়ে। অথচ নিমন্ত্রণ পাননি। হতাশা আর ক্ষোভে বরের বাড়িতে ইট ছোঁড়েন বিনু নামের এক ব্যক্তি। কিন্তু তার যে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা হয়তো কল্পনারও বাইরে ছিল। বরের মারেই বেঘোরে প্রাণ হারালেন ওই বিনু।

Advertisement

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) কোট্টায়াম জেলার কারুকচলে। চলতি সপ্তাহেই করুকচলের যুবক সেবাস্টিয়ান বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু প্রতিবেশীর সেই বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বিনুকে। অপমান আর অভিমানে বরের বাড়ি তাক করে ইট-পাথর ছুঁড়তে থাকেন তিনি। তখনই সেবাস্টিয়ান ঠিক করেন, বিনুকে ‘উচিত শিক্ষা’ দেবেন। যেমন ভাবনা তেমন কাজ। বিষ্ণু নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তিনি। এই বিষ্ণুর আবার পুরনো রাগ জমে ছিল বিনুর উপর। কারণ স্ত্রীর সামনে বিষ্ণুর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন বিনু। ফলে সেবাস্টিয়ানের সঙ্গে জোট বেঁধে বিনুর উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে বিন্দুমাত্র দ্বিধা করেননি বিষ্ণু।

[আরও পড়ুন: রেকর্ড পতন পাক মুদ্রার দামে, আর্থিক সংকটে জেরবার ইসলামাবাদ]

ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন বিনু। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, পরে নাকি ওই অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ করেন বিষ্ণু ও সেবাস্টিয়ান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিনুকে আক্রমণের ভিডিও। দেখা যায়, তাঁদের আটকানোর চেষ্টা করেন বিয়েতে উপস্থিত অন্যরা। কিন্তু উলটে তাঁদেরও আঘাত লাগে। চোট পান কনের বাবাও। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়।

তবে পরিস্থিতি শুধুই ইট ছোঁড়ার জন্য উত্তপ্ত হয়নি। জানা গিয়েছে, পাত্রীর বাড়ির সঙ্গে এক ব্যক্তির বচসা হয়েছিল। সেই ব্যক্তিও বিয়েতে যোগ দেওয়ার চেষ্টা করেন। আর এ বিষয়ে তাঁর পাশে দাঁড়ান বিনু। তাতেই রণক্ষেত্র হয়ে ওঠে বিয়েবাড়ি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[আরও পড়ুন: ‘আত্মতৃপ্তি, অতিরিক্ত আত্মবিশ্বাসই বিপর্যয় ডেকে এনেছে’, রোহিতদের একহাত নিলেন শাস্ত্রী]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ