Advertisement
Advertisement
Union Budget 2025

মুদ্রা লোনে বাড়বে হোম স্টে, ‘মেডিক্যাল ট্যুরিজমে’ জোর, বাজেটে পর্যটন ক্ষেত্রের প্রাপ্তি আর কী?

দেশের ৫০ টি পর্যটন ক্ষেত্রে উন্নয়নে অর্থ বরাদ্দ হল এবারের বাজেটে, ফোকাস বৌদ্ধবিহারে।

Budget 2025: Nirmala Sitharaman boosts homestays, medical tourism
Published by: Sucheta Sengupta
  • Posted:February 1, 2025 1:23 pm
  • Updated:February 1, 2025 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমজনতার প্রত্যাশার তুলনায় যথেষ্ট সাদামাটা বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটের মূল সুর একটাই মধ্যবিত্তের হাতে নগদের পরিমাণ বাড়িয়ে দেশের অর্থনীতি সংস্কারের উদ্যোগ নিয়েছে কেন্দ্র। বরাবরের মতো এবারও ভারসাম্য রক্ষার বাজেট হয়েছে। একাধিক ক্ষেত্রে অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছেন নির্মলা, আবার কোনও ক্ষেত্র সম্পূর্ণ উপেক্ষিতই থেকে গিয়েছে। গতবারের মতো ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটেও পর্যটন ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষত দেশের বিভিন্ন প্রান্তে হোম স্টেগুলির শ্রীবৃদ্ধি মুদ্রা লোনের আওতায় আনা, ৫০ টি পর্যটন কেন্দ্রের উন্নয়ন, চিকিৎসা পর্যটন বা মেডিক্যাল টুরিজমে জোর দিয়েছেন নির্মলা সীতারমণ।

Advertisement

আর্থিকভাবে দুর্বল মানুষজনকে স্বাবলম্বী করে ব্যবসার স্বার্থে মুদ্রা লোনের সুবিধা আগেই ছিল কেন্দ্রের তরফে। সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মেলে অতি সুলভে। ঋণ পরিশোধের ক্ষেত্রেও একাধিক সুবিধা রয়েছে এই মুদ্রা লোন প্রকল্পে। এবার বিভিন্ন পর্যটন স্থলে হোম স্টে-গুলির বিকাশও এবার থেকে মুদ্রা লোনের আওতায় চলে এল। শনিবার বাজেট পেশ করে এই ঘোষণা করলেন নির্মলা সীতারমণ। জানালেন, দেশের ৫০টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে। এছাড়া জোর দেওয়া হয়েছে বৌদ্ধবিহারগুলির পর্যটনে। বিহারের পাটনা, বুদ্ধগয়ার মতো ভ্রমণ ক্ষেত্রগুলিতে বাড়তি নজর দেবে কেন্দ্র, জানিয়েছেন নির্মলা। 

উল্লেখ্য, বাংলার বিভিন্ন পর্যটন স্থানে হোম স্টেগুলিতে বারবার জোর দেওয়ার কথা বলে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে হোম স্টে-র পরিকাঠামো বৃদ্ধিতে সাহায্যের কথাও বলেন। এবার কেন্দ্রও সেই পথে হাঁটল। 

শুধু পর্যটন ক্ষেত্রের বিকাশই নয়, বেড়াতে যেতে মধ্যবিত্তরাও যাতে দ্রুত যাতায়াত করতে পারেন, তার জন্য  ‘উড়ান’ প্রকল্পের সুবিধা বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আগামী ১০ বছরে ১২০টি নতুন পর্যটন ক্ষেত্রে আরও চার কোটি  মানুষ বিমানে যাতায়াতের সুবিধা পাবেন। এছাড়া পার্বত্য এলাকায় হেলিপ্যাড ও ছোট বিমানবন্দর  তৈরি হবে ‘উড়ান’ স্কিমের আওতায়।

নির্মলার এবারের বাজেটে সবচেয়ে বড় ঘোষণা মেডিক্যাল টুরিজম বা চিকিৎসা পর্যটন। বিষয়টি খুবই সহজ। বিদেশ থেকে যারা এদেশে চিকিৎসার জন্য আসেন, তাঁদের কথা মাথায় রেখে এধরনের পর্যটনে জোর দেওয়া হবে। তাঁদের জন্য ভিসা নীতি সহজ করার পক্ষে  চিকিৎসার পাশাপাশি তাঁরা আশেপাশে ঘোরাফেরা করলে পর্যটন স্থলগুলি থেকে আয় বাড়বে বলে আশা কেন্দ্রের।  তবে তার জন্য পিপিপি মডেলের সাহায্য় নেওয়া হবে বলে ঘোষণা করেন নির্মলা সীতারমণ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement