Advertisement
Advertisement
Union Budget 25

বাজেট ২০২৫: নির্মলার বাজেটে কোন জিনিস সস্তা হবে? দাম বাড়ার সম্ভাবনা একাধিক পণ্যের

কোন কোন ক্ষেত্রে স্বস্তি পাবেন আমজনতা।

Union Budget 25: Here's what may get cheaper and costlier
Published by: Subhajit Mandal
  • Posted:January 30, 2025 5:13 pm
  • Updated:January 30, 2025 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অন্যান্য বছরের মতো এবারও বাজেট ঘিরে আশা আশঙ্কার অঙ্ক কষছে আমজনতা। নতুন করকাঠামো ঘোষণা হবে? কৃষিক্ষেত্রে বড় কোনও ঘোষণা করবেন নির্মলা? প্রতিরক্ষা, স্বাস্থ্য বাজেট বাড়বে? নানা প্রশ্ন উঁকি দিচ্ছে জনমানসে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি আগ্রহ আমজনতার সেটা হল বাজেটের পর কোন পণ্যের দর বাড়বে? সস্তা হবে কোন পণ্য?

Advertisement

ওয়াকিবহাল মহলের ধারণা, গত আর্থিক বাজেটে পেট্রল-ডিজেলে ভরতুকি কমানো হয়েছিল। আমদানি শুক্ল বাড়ানো হয়েছিল। ফলে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছিল। এবার বাজেটে কেন্দ্র শুল্ক হ্রাস করতে পারে বলে আশা পেট্রোলিয়াম ব্যবসায়ীদের। সেটা হলে এবার পেট্রোপণ্যের দাম কমতে পারে। অবশ্য কেন্দ্র বিকল্প জ্বালানিতে জোর দিচ্ছে। সেক্ষেত্রে ইথানলের উপর শুল্ক আরও কমানো হতে পারে।

এবার সস্তা হতে পারে মোবাইলের যন্ত্রাংশ। দেশেই মোবাইল যন্ত্রাংশ উৎপাদনে জোর দিচ্ছে সরকার। বাংলাদেশের বর্তমান সংকটের পরিস্থিতিতে সে দেশে বস্ত্র শিল্প ভালোমতো ধাক্কা খেয়েছে। সেই সুযোগে এ দেশে বস্ত্র শিল্পে জোর দেওয়া হতে পারে। ফলে বস্ত্র শিল্পে শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমণ। সস্তা হতে পারে জামাকাপড়। জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি কমানো হতে পারে। ফলে বিমার প্রিমিয়াম কমতে পারে। হোম লোনেও বড়সড় সুদের হারে ছাড় ঘোষণা করা হতে পারে।

বেশ কিছু পণ্য দামিও হতে পারে। সেই তালিকায় রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট। প্লাস্টিকজাত পণ্যের দাম বাড়তে পারে। দাম বাড়তে পারে নেশার সামগ্রীর। এছাড়াও দামি গাড়ি, মোবাইল ফোন আরও দামি হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement