সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুদের আস্থার তিরুপতি মন্দিরে কাজ করছেন অন্তত এক হাজার অহিন্দু কর্মী! সম্প্রতি এমনি অভিযোগ তুলে মন্দির কর্তৃপক্ষ ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ (TTD)কে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার। তাঁর অভিযোগ, সনাতন ধর্মে আস্থা না রেখে কীভাবে এত অহিন্দু টিটিডি-তে কাজ করছেন? অবিলম্বে তাঁদের দায়িত্ব থেকে সরানোর দাবি জানানো হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় মন্দিরের ভিতরে কোনও চক্র থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
এই ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ”যে সকল অহিন্দু ভেঙ্কেটেশ্বর মন্দিরে আসেন, তাদের এটা জানাতে হয় যে তারা ঈশ্বরের উপর আস্থা রাখেন। সেখানে এটা কীভাব সম্ভব যে মন্দিরের ভিতরে ১০০০ অহিন্দু কর্মরত? যারা ঈশ্বরের উপর আস্থা রাখেন না, অথচ টিটিডি-তে চাকরি করছেন।” এই ইস্যুতে টিটিডির উদ্দেশে চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “যদি অহিন্দু কোনও কর্মীকে আগে নিয়োগ করা হয়ে থাকে, তাহলে এখনও পর্যন্ত কেন সেই নিয়মে বদল আনা হল না?” এই ঘটনায় মন্দিরের ভিতরে দুর্নীতি থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা করেছেন মন্ত্রী। তার দাবি এই ঘটনার তদন্ত হোক। সাম্প্রতিক সময়ে এই ধরনের একটি ঘটনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, সম্প্রতি এক ব্যক্তিকে টিটিডি থেকে সাসপেন্ড করা হয়েছিল কারণ তিনি চার্চে যেতেন। তাহলে কেন এই এক হাজার অহিন্দুকে সরানো হবে না?
উল্লেখ্য, ১৯৮৯ সালের ‘এনডোমেন্ট অ্যাক্ট’ অনুযায়ী টিটিডির সমস্ত কর্মী হিন্দু সংস্কার মানতে বাধ্য থাকবেন। এ প্রসঙ্গে বোর্ডের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তিরুমালায় হিন্দু আস্থার সঙ্গে কোনও আপস করা হবে না। দেবস্থানের সংস্কৃতিকে সম্মান করতে হবে সকলকে। তা অমান্য করার অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব থেকে সরানো হয় ১৮ কর্মীকে। টিটিডির এই সিদ্ধান্তকে সমর্থন জানায় অন্ধ্রপ্রদেশের বিজেপি দল। এবার সেই ইস্যুতেই বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.