Advertisement
Advertisement
Mark Zuckerberg

ভারতে নির্বাচন নিয়ে ‘বিস্ফোরক’ জুকারবার্গ, ‘ভুল তথ্য’, দাবি ওড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

কী এমন বলেছেন জুকারবার্গ?

Union Minister Trashes Mark Zuckerberg's India Election 2024 Results Claim
Published by: Kishore Ghosh
  • Posted:January 13, 2025 8:26 pm
  • Updated:January 14, 2025 12:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার জো রোগানের জনপ্রিয় পডকাস্ট চ্যানেলে একটি সাক্ষাৎকারে ফেসবুকের প্রতিষ্ঠাতা তথা মেটা প্রধান মার্ক জুকারবার্গ এক গোলমেলে দাবি করেন। তিনি বলেন, ভারত-সহ বেশিরভাগ দেশের ক্ষমতাসীন সরকার ২০২৪ সালের নির্বাচনে হেরে গিয়েছে। এর জন্য কোভিড মহামারী পরিস্থিতিতে জনসেবা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলেও জানান তিনি। সোমবার এক্স হ্যান্ডেলের এক পোস্টে এই মন্তব্যের বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, জুকারবার্গ ভুল মন্তব্য করেছেন। এর কোনও বাস্তব ভিত্তি নেই।

Advertisement

বলা বাহুল্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০২৪ সালের লোকসভা নির্বাচন জিতেছে এনডিএ। জুকারবার্গের ভুল শুধরে অশ্বিনী বৈষ্ণব বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে ভারত ২০২৪ সালের নির্বাচন পরিচালনা করেছিল। ভোটার ছিল ৬৪০ মিলিয়নেরও বেশি। ভারতের জনগণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ-র প্রতি তাঁদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করেছে।” এদিকে সাক্ষাৎকারে জুকারবার্গের বক্তব্য ছিল, ২০২৪ সালে গোটা পৃথিবীতে একাধিক গুরুত্ব নির্বাচন প্রক্রিয়া ছিল। ভারতেও ছিল। প্রায় অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতা হারিয়েছে শাসকপক্ষ। তিনি ব্যাখ্যা দেন, মহামারীর সময় দ্রব্যমূল্য বৃদ্ধি, চিকিৎসা ও অন্যান্য পরিষেবা প্রধানই অন্যতম কারণ। গোটা পৃথিবীতেই প্রভাব পড়েছিল।

অপরপক্ষে কেন্দ্রীয় মন্ত্রী পোস্ট করেন, “প্রধানমন্ত্রী মোদির তৃতীয়বার ক্ষমতায় আসার কারণ সুশাসন এবং সরকারের প্রতি জনগণের আস্থা।” বিশেষজ্ঞদের বক্তব্য, ভারত সম্পর্কে মুখ ফসকে ভুল মন্তব্য করেছেন ধনকুবের জুকারবার্গ। তবে কোভিডের জেরেই ধাক্কা খেয়েছিল মার্কিন অর্থনীতি। সম্ভবত সেই কারণেই ভোটে হারতে হয়েছে জো বাইডেনকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ