Advertisement
Advertisement
BJP leader

সিঁড়িতে একা পেয়েই দলীয় নেত্রীকে জাপটে ধরলেন বিজেপি নেতা! ভিডিও ঘিরে যোগীরাজ্যে শোরগোল

'অসুস্থ বোধ করায় নেত্রীকে সাহায্য করছিলাম', সাফাই বিজেপি নেতার।

UP BJP leader gets notice over obscene act with woman party worker
Published by: Anwesha Adhikary
  • Posted:May 26, 2025 10:20 am
  • Updated:May 26, 2025 10:20 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঁড়িতে একা পেয়েই মহিলা কর্মীকে জাপটে ধরলেন বিজেপি নেতা! দিনকয়েক আগে উত্তরপ্রদেশের বিজেপি নেতা অমর কিশোর কাশ্যপের এমন এক বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সেই কাণ্ডের জেরে অমরকে নোটিস ধরাল বিজেপি নেতৃত্ব। সাতদিনের মধ্যে তাঁকে নোটিসের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত অমর উত্তরপ্রদেশের গোণ্ডা শহরের বিজেপি ইউনিটের প্রধান। গত ১২ মে সিসিটিভি ফুটেজে দেখা যায়, পার্টি অফিসে দলেরই এক মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ করছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে পার্টি অফিসের সিঁড়ি দিয়ে উঠছেন ওই মহিলা। সেই সময়ে পিছন থেকে এসে মহিলার কাঁধ জড়িয়ে ধরেন অমর। সেই অবস্থায় কয়েকটি সিঁড়ি ওঠেন দু’জনে। তারপরে একে অপরকে জড়িয়ে ধরেন। খানিকক্ষণ পরে আবার একসঙ্গে সিঁড়ি দিয়ে উঠে যান দু’জনে।

দলীয় কার্যালয়ের এই ভিডিও ভাইরাল হয়ে যেতেই বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জানান গেরুয়া শিবিরের আরেক কর্মী। গোটা ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে দাবি করে ওই কর্মী অভিযোগ জানান। তারপরেই নোটিস ধরানো হয়েছে অমরকে। সেখানে বলা হয়েছে, অমরের এহেন আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিনি শৃঙ্খলা ভেঙেছেন। কেন এমন আচরণ করেছেন, সাতদিনের মধ্যে সেই প্রশ্নের জবাব দিতে হবে অমরকে।

যদিও বিজেপি নেতার দাবি, তাঁকে বিপদে ফেলার জন্য ভিডিওটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ওই মহিলা কর্মী অসুস্থ বোধ করছিলেন। সিঁড়ি দিয়ে ওঠার সময়ে মাথা ঘুরছিল। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে দাবি অমরের। তাঁর কথায়, দলীয় কর্মীকে সাহায্য করাটা যদি অপরাধ হয় তারপরে তো আর কিছু বলার থাকে না। উল্লেখ্য, দিনদুয়েক আগেই মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহরলাল ধকড়ের একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসে। সেই নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। তার মধ্যেই ফের মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল আরেক বিজেপি নেতার বিরুদ্ধে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ