সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে আপত্তিকর পোস্ট করার অভিযোগে উত্তরপ্রদেশ থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাজেশ কুমার সিং। তাঁর বয়স ২৭ বছর। অভিযোগ, সম্প্রতি তিনি হোয়াটসঅ্যাপে কংগ্রেসে নেতার বিকৃত ছবি পোস্ট করে কুমন্তব্য করেন। সেটি নজরে আসে কংগ্রেস নেতা মৃদুল মিশ্রের। তারপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। সেই মতো ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। কিন্তু ঘটনার পর থেকে যুবকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর খোঁজে তল্লাশিও শুরু করেছিল পুলিশ। অবশেষে শুক্রবার বিকেলে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার আনপড়া বাজার এলাকা থেকে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযুক্তের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কি না তা এখনও জানা যায়নি।
পুলিশের এক আধিকারিক রাজেশকুমার সিংহ বলেন, “অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। সমাজমাধ্যমে কোনও অশালীন কিংবা উসকানিমূলক পোস্ট করা নিয়ে একাধিকবার সতর্ক করা হয়। তারপরও কিছু মানুষ এরকম কাজ করে। অভিযোগ প্রমাণ হলে যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.