Advertisement
Advertisement
UP Man

বিয়ের ১৫ বছরের পরও প্রেমিকের সঙ্গে সম্পর্ক! দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দম্পতির পুত্র সন্তানও রয়েছে।

UP Man organised wife's wedding to lover
Published by: Subhankar Patra
  • Posted:June 26, 2025 4:52 pm
  • Updated:June 26, 2025 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পেরিয়েছে ১৫ বছর। রয়েছে বছর বারোর এক পুত্র সন্তানও। তারপরও গোপেনে প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন স্ত্রী। তা জানতে পেরে সংসারে অশান্তিও হয়। তারপরও প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছেদ করেননি মহিলা। অবশেষে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন যুবক।

ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের। ২০১০ সালে যোগেশ তিওয়ারির সঙ্গে বিয়ে হয় সোনি নামে এক মহিলার। তাঁদের সম্পর্ক মোটামুটি ঠিকই চলছিল। এক পুত্র সন্তানেরও জন্ম দেন সোনি। কিন্তু অনেক বছর পর যোগেশ জানতে পারেন প্রেমিকের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর স্ত্রীর। লুকিয়ে এখনও দেখা করেন তাঁরা। তা নিয়ে যোগেশ ও সোনির সংসারে অশান্তি হয়। কিন্তু কিছুই বদলায়নি।

সম্প্রতি স্ত্রীর প্রেমিককে নিয়ে তাঁদের ফের ঝামেলা বাঁধে। বাবার বাড়ি চলে যান সোনি। দিনকয়েক আগে ফিরেও আসেন। সেই খবর পেয়ে গ্রামে আসেন সোনির প্রেমিক বিকাশ দ্বিবেদীও। তাঁকে দেখার পর পুলিশে ফোন করেন যোগেশ। ভয়ে পালিয়ে যান বিকাশ। পরে তাঁকে ফিরিয়ে এনে গ্রামে সালিশ সভা বসান যোগেশ। সেখানেই স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্বামী। এই বিয়ে তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়ে দেন তিনি। সোনিকেও লিখিত আকারে জানাতে হয়েছে তিনি আর যোগেশের স্ত্রী নন। ১২ বছরের ছেলেকেও তাঁর মায়ের সঙ্গেই যেতে দিয়েছেন যোগেশ। তবে ছেলে চাইলেই তাঁর সঙ্গে দেখা করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement