Advertisement
Advertisement
Acid Attack

মেয়েকে উত্ত্যক্ত করত ‘ছাপরির দল’, প্রতিবাদ করায় ভরা রাস্তায় নার্সের উপর অ্যাসিড হামলা

অভিযুক্তকে পাকড়াও করতে চার সদস্যের দল গঠন করা হয়েছে।

UP Nurse Injured In Acid Attack, Cops Form 4 Teams To Probe

প্রতীকী ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:September 24, 2025 4:40 pm
  • Updated:September 24, 2025 4:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিউটি যাওয়ার পথে নার্সের উপর অ্যাসিড হামলা স্থানীয় কিশোরের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের লোহিয়ানগর এলাকায়। গুরুতর আহত অবস্থায় রুখসানা নামে ওই মহিলাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে দিল্লির এক হাসপাতালে রেফার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন ১৭ বছরের কিশোর। তার খোঁজে ৪ সদস্যের বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুখসানা স্থানীয় একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। তিন সন্তানের মা। মহিলার বড় ছেলের বয়ান অনুযায়ী, তাঁর ছোট বোনকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ করেছিলেন রুখসানা। এলাকারই এক কিশোরকে বকাঝকা দেন তিনি। তারই প্রতিশোধ নিতে মহিলার উপর অ্যাসিড হামলা চালায় অভিযুক্ত কিশোর। মঙ্গলবার রাতের ডিউটিতে হাসপাতাল যাওয়ার সময়, বাড়ি থেকে কিছুটা দূরে রুখসানার নাম ধরে ডাকে অভিযুক্ত। তিনি ঘুরে দাঁড়াতেই তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় অভিযুক্ত। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই বাইকে তুলে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রেফার করা হয় দিল্লির এক বেসরকারি হাসপাতালে।

এদিকে ভয়াবহ এই হামলার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেনসিক দল। হামলাস্থল থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, ইতিমধ্যেই ঘটনার তদন্তে চার সদস্যের দল গঠন করা হয়েছে। শীঘ্রই অপরাধীকে পাকড়াও করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ