Advertisement
Advertisement
India US trade deal

শুল্কবাণের আঘাত সারিয়ে দ্রুতই বাণিজ্যচুক্তি? আলোচনা করতে ভারতে এলেন মার্কিন প্রতিনিধি

ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে।

US chief negotiator to arrive in India to discuss trade deal
Published by: Anwesha Adhikary
  • Posted:September 15, 2025 5:46 pm
  • Updated:September 15, 2025 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ আলোচনা, শুল্কযুদ্ধের পর অবশেষে দিনের আলো দেখতে চলেছে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি? সেরকমটাই আশা করছে ওয়াকিবহাল মহল। কারণ সোমবারই ভারতে আসছেন আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। আগামী কাল বাণিজ্যচুক্তি নিয়ে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে। সেখানে দুই দেশের বাণিজ্যচুক্তি নিয়ে জট কাটতে পারে বলে আশায় ওয়াকিবহাল মহল।

Advertisement

ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে। কিন্তু এখনও একমত হয়ে চুক্তি সই করতে পারেনি দু’পক্ষ। বিশ্লেষকদের মতে, সেদেশের কর্পোরেট সংস্থাগুলির চাপে কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের ভারতীয় বাজার উন্মুক্ত করতে চায় আমেরিকা। সেই শর্তে রাজি নয় ভারত। তার ফলেই আটকে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি। উল্লেখ্য, ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তিতেও এই তিনটি ক্ষেত্রের বাজার খোলেনি ভারত। তার কারণ, এই তিন ক্ষেত্রে ভারতের বাজার খুলে দিলে প্রবল সমস্যায় পড়বেন কৃষকরা। যেহেতু আমেরিকার এই প্রস্তাবে ভারত রাজি নয়, তাই বাণিজ্যচুক্তি বিশ বাঁও জলে।

বাণিজ্যচুক্তির ‘ডেডলাইন’ পেরিয়ে যাওয়ার পরই ভারতের উপর শুল্কবাণ ছোড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ কর চাপানো হয়েছিল। কিন্তু সপ্তাহখানেক পরে ট্রাম্প জানান, রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে ভারতের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। বর্তমানে ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। তবে মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট জানিয়েছিলেন, বাণিজ্যচুক্তি নিয়ে ভারত গড়িমসি করেছে বলেই বিপুল শুল্ক চাপানো হয়েছে।

সেই ‘টালবাহানা’ পেরিয়ে আবারও বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু করছে ভারত-আমেরিকা। এই আলোচনায় ভারতকে নেতৃত্ব দেবেন বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। মঙ্গলবার ব্রেন্ডনের সঙ্গে ভারতের প্রতিনিধি দল আলোচনায় বসবে। উল্লেখ্য, দিনকয়েক আগেই ভারতকে ‘বিশেষ বন্ধু’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। দ্বিপাক্ষিক সমস্যা মিটিয়ে নেবে ভারত-আমেরিকা, এমন বার্তা দিয়েছেন বেসেন্ট। শেষ পর্যন্ত কি ইতিবাচক দিকে এগোবে বাণিজ্যচুক্তির আলোচনা?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement