Advertisement
Advertisement
S Jaishankar

‘রুশ তেলের জন্য মার্কিন শুল্কশাস্তি অন্যায়’, হুঙ্কার জয়শংকরের, তুললেন ইউরোপের প্রসঙ্গও

আর কী বললেন তিনি?

US tariff over russian oil unfair, says S Jaishankar
Published by: Subhodeep Mullick
  • Posted:October 5, 2025 9:43 pm
  • Updated:October 5, 2025 9:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া থেকে তেল আমদানির জন্য ‘শাস্তি’ হিসাবে ভারতের দিকে যে শুল্কবাণ নিক্ষেপ করেছে আমেরিকা, তা অন্যায় এবং নিন্দাজনক। রবিবার নয়াদিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়ে হুঙ্কার দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাশাপাশি, ইউরোপীয় দেশগুলি রাশিয়া থেকে ক্রমাগত যে জ্বালানি আমদানি যাচ্ছে সেই প্রসঙ্গও উথ্থাপন করেন তিনি।

Advertisement

জয়শংকর বলেন, “আজ আমেরিকার সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। প্রধানত দু’দেশের বাণিজ্যচুক্তি এখনও সম্পন্ন হয়নি। আমরা এখনও ইতিবাচক কোনও স্থানে পৌঁছতে পারিনি। এর ফলে আমেরিকা আমাদের উপর শুল্ক আরোপ করেছে, যা অন্যায্য। এখানেই শেষ নয়। রাশিয়া তেল থেকে আমদানির জন্য ডোনাল্ড ট্রাম্পের দেশ শাস্তিস্বরূপ ভারতের উপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়েছে। এটি অন্যায়। ইউরোপের বহু দেশ রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে। আমেরিকার সঙ্গে আমরা এই বিষয়গুলি নিয়ে সক্রিয়ভাবে আলোচনা চালাচ্ছি। কথা চলছে বাণিজ্যচুক্তি নিয়েও।” তিনি আরও বলেন, “সাম্প্রতিক অতীতে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা নতুন একাধিক বিষয় দেখেছি।” জয়শংকরের দাবি, সবকিছুকেই এখন অস্ত্র হিসাবে ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। যে দেশের হাতে শক্তি আছে, সেই দেশগুলি সেই শক্তিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে।

উল্লেখ্য, ট্রাম্পের অন্যায্য দাবির কাছে মাথানত না করায় বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়নি ভারত-আমেরিকার। তার উপর রুশ তেল কেনায় ভারতের উপর রীতিমতো চাপ সৃষ্টি করতে শুরু করে আমেরিকা। হুমকির পাশাপাশি চাপানো হয় ৫০ শতাংশ শুল্কের বোঝাও। বাণিজ্যচুক্তির কোনও অগ্রগতি না-হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনও আলোচনা করবেন না বলে জানায় হোয়াইট হাউস। তবে মাঝে মধ্যে নয়াদিল্লির সঙ্গে বন্ধুত্বের কথা বললেও আড়ালে ‘বন্ধু’ দেশগুলির কাছে ট্রাম্প অনুরোধ করছেন, ভারতের উপর যেন ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হয়। এই পরিস্থিতিতে মার্কিন শুল্কবাণ নিয়ে হুঙ্কার দিলেন জয়শংকর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ