Advertisement
Advertisement
Murder Case

স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায়? গুগল সার্চের পরেই বউকে কুপিয়ে মারলেন যুবক!

নরেশের বাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের।

USA Man Charged With Wife's Murder After Googling
Published by: Kishore Ghosh
  • Posted:December 4, 2024 7:52 pm
  • Updated:December 4, 2024 7:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায়? এমনটাই গুগলে সার্চ করেছিলেন যুবক। এর পর থেকেই খোঁজ মিলছিল না তাঁর বউয়ের। শেষ পর্যন্ত পুলিশি তদন্তে জানা যায়, স্ত্রীকে পরিকল্পনা মাফিক কুপিয়ে হত্যা করে দেহ লোপাট করেছেন অভিযুক্ত যুবক। ঘটনার তদন্তে নেমে হতবাক হয় পুলিশও।

Advertisement

আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা বছর ৩৩-এর নরেশ ভাট। বিয়ে করেন নেপালের বাসিন্দা ২৮ বছর বয়সি মমতা কাফলেকে। বিয়ের পর সুদূর আমেরিকায় নিয়ে যান স্ত্রীকে। যদিও বেশিদিন সম্পর্ক টেকেনি মমতা-নরেশের। কারণ আচমকা নিখোঁজ হয়ে যান স্ত্রী। তদন্তে নেমে প্রথমটায় ঘোল খায় পুলিশ। কিছুতেই নিখোঁজ তরুণীর হদিশ মিলছিল না। শেষটায় ক্লু দেয় অভিযুক্তের মোবাইল ফোন। সেখান থেকে হাড়হিম করা তথ্য মেলে।

দেখা যায় স্ত্রী নিখোঁজ হওয়ার কিছুদিন আগে নরেশ গুগল সার্চ করেছিলেন, “বউয়ের মৃত্যুর কতদিনের মধ্যে বিয়ে করা যায়?” এর পর স্থানীয় দোকান থেকে হত্যাকাণ্ডের জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত সামগ্রী কেনেন তিনি। এর মধ্যে ছিল ওয়ালমার্টের শোরুম থেকে কেনা তিনটি ধারাল ছুরিও। ওই ছুরিগুলি দিয়েও স্ত্রীর দেহ টুকরো টুকরো করেন নরেশ। যদিও নিজেই আদালতের দ্বারস্থ হয়ে স্ত্রী নিখোঁজের গল্প ফাঁদেন। জানান ২৯ জুলাইয়ের পর থেকে মমতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শুরুতে ষড়যন্ত্র ঢাকা থাকলেও গত ২২ আগস্ট নরেশের বাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশের। ঘরের একাধিক জায়গায় রক্তের ছাপ, নতুন ছুরি দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। এর পর খুনের বিষয়ে মোটের উপর নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে আদালতের নির্দেশে জেলবন্দি হয়ে দিন কাটছে নরেশের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ