সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে দেশজুড়ে গুপ্তচর বৃত্তির একাধিক অভিযোগ উঠেছে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীর সরকার। প্রশাসনের সকল দপ্তরে পেন ড্রাইভ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কর্মীদের মধ্যে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ পরিষেবাও নিষিদ্ধ করা হয়েছে।
পহলেগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যার ঘটনার পর অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। এরপর থেকে বারবার সাইবার হামলা হয়েছে ভারতের বিভিন্ন দপ্তরে। এমনকী প্রতিরক্ষা মন্ত্রকের অফিস এবং সেনার প্রশিক্ষণ শিবিরেও হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট সাইবার অপরাধীরা। এই পরিস্থিতিতে পেন ড্রাইভ এবং হোয়াটসঅ্যাপ নিয়ে কড়া সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন দপ্তরের সচিব এম রাজু নোটিস দিয়ে এই নির্দেশিকা জারি করেন। সেখানে বলা হয়েছে, এই নির্দেশিকার উদ্দেশ্য হল “জম্মু ও কাশ্মীরের সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, সংবেদনশীল সরকারি তথ্য রক্ষা করা এবং ডেটা চুরি রোখা, ম্যালওয়্যার সংক্রমণ এবং অননুমোদিত অ্যাক্সেসের ঝুঁকি হ্রাস করা।” উল্লেখ করা হয়েছে, “জম্মু ও শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েটের সমস্ত সরকারি বিভাগ, সমস্ত জেলার ডেপুটি কমিশনার দপ্তরে পেন ড্রাইভ ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এছাড়াও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.