Advertisement
Advertisement
Uttar Pradesh

পরপর তিনবার আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক, নজির গড়ল যোগীর উত্তরপ্রদেশ

বাণিজ্যমেলায় ২৪,০০০-এর বেশি ব্যবসায়িক বৈঠক।

Uttar Pradesh becomes first state in India to host international trade show thrice
Published by: Hemant Maithil
  • Posted:September 29, 2025 9:40 pm
  • Updated:September 29, 2025 9:40 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: বিরাট কৃতিত্ব। ভারতের প্রথম রাজ্য হিসেবে পরপর তিনবার আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করল উত্তরপ্রদেশ। বলা বাহুল্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগেই এত বড় সাফল্য পেল রাজ্যটি। বাণিজ্য মেলার পোশাকি নাম ছিল উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো। ইন্ডিয়া এক্সপোর্ট মার্টে চলছে জাঁকজমকপূর্ণ এই আয়োজন।

Advertisement

আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপ্তি অনুষ্ঠানে ক্যাবিনেট মন্ত্রী রাকেশ সচান এবং নন্দ গোপাল গুপ্ত ‘নন্দী’ বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানকে রাজ্যের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন তাঁরা। রাকেশ সচান উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে, উত্তরপ্রদেশ টানা তৃতীয়বারের মতো আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী আয়োজনকারী ভারতের প্রথম রাজ্য। তিনি জোর দিয়ে বলেন, UPITS একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। রাজ্যের উদ্যোক্তা এবং কারিগরদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করে। তাদের মধ্যে নতুন করে আস্থা জাগিয়ে তোলে।

প্রসঙ্গত, তৃতীয় উত্তরপ্রদেশ বাণিজ্যমেলায় ২৪,০০০-এরও বেশি ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২,৪০০টি সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরিত হয়েছে। মোট আর্থিক লেনদেনের পরিমাণ ১১,২০০ কোটি টাকা। রাজ্যটির এই অগ্রগমণ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কৌশলী নেতৃত্বে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ