Advertisement
Advertisement
Yogi Adityanath

লখনউ কারখানায় ব্রহ্মসের প্রথম ব্যাচ উদ্বোধন, আরও শক্তিশালী হল ভারতীয় সেনা

ভবিষ্যতে আন্তর্জাতিক রপ্তানি বাজারের চাহিদা পূরণ করবে লখনউ ইউনিট।

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath and Defence Minister Rajnath Singh will inaugurate the first batch of Brahmos at Lucknow factory
Published by: Hemant Maithil
  • Posted:October 18, 2025 1:09 pm
  • Updated:October 18, 2025 1:09 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছিল ‘ব্রহ্মস’। শক্তিশালী এই সুপারসনিক মিসাইলের আঘাতে ছারখার হয়ে গিয়েছিল পাকিস্তানের অন্দরমহল। এবার সেই ব্রহ্মসের প্রথম ব্যাচ ডেলিভারি যোগী রাজ্য থেকে। ১৮ অক্টোবর, শনিবার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Advertisement

লখনউয়ের সরোজিনী নগরে অবস্থিত ব্রহ্মস অ্যারোস্পেস ইউনিট। ৩০০ কোটি টকা খরচ করে তৈরি হয়েছিল এই কারখানা। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইল প্রথম দিকে বছরে ৮০-১০০টি তৈরি করার টার্গেট নেওয়া হয়েছিল। পরে বছরে ১৫০টি মিসাইল তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়। এই কারখানায় যেমন একদিকে মিসাইল উৎপাদন হয়, ঠিক তেমনি একই সঙ্গে ক্ষেপনাস্ত্র পরীক্ষা ও চূড়ান্ত মান নির্ণয় করা হয়। ১৮ অক্টোবর, শনিবার ধনতেরসের দিন এই কারখানা থেকে প্রথম ব্যাচ রপ্তানি হবে। শুধু ভারতের জন্য মিসাইল উৎপাদন নয়, অস্ত্র রপ্তানির জন্যেও উৎপাদন হবে ব্রহ্মস। বিশ্ব বানিজ্যে সমরাস্ত্র রপ্তানিতে নতুন বাজার তৈরি করতে বদ্ধপরিকর ভারত।

শনিবার ‘ব্রহ্মস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার আগে বুস্টার ভবন উদ্বোধন করবেন। এছাড়াও বুস্টার ডকিং প্রক্রিয়ার একটি প্রদর্শনীতে যোগ দেবেন তাঁরা। এয়ারফ্রেম এবং এভিওনিক্স, ওয়ারহেড ভবনে পিডিআই (প্রি-ডিসপ্যাচ ইন্সপেকশন) এবং ব্রহ্মস সিমুলেটর সরঞ্জামের উপর বিভিন্ন প্রদর্শন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও রয়েছে। একটি স্টোরেজ ট্রলি প্রদর্শনী, জিএসটি বিল উপস্থাপনা এবং মোবাইল অটোনোমাস লঞ্চার প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ