Advertisement
Advertisement
Uttar Pradesh

ঋণের দায়ে সর্বস্বান্ত! উত্তরপ্রদেশে ৪ বছরের পুত্রসন্তানকে বিষ খাইয়ে ‘আত্মঘাতী’ দম্পতি

উদ্ধার হয়েছে সুইসাইড নোট।

Uttar Pradesh: Couple Poisons 4-Month-Old Son, Then Takes Their Own Life Over Rising Debt
Published by: Subhodeep Mullick
  • Posted:August 27, 2025 4:23 pm
  • Updated:August 27, 2025 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋণের দায়ে দুর্বিষহ হয়ে উঠেছিল জীবন। সহ্য করতে না পেরে ৪ বছরের পুত্রসন্তানকে বিষ খাওয়ানোর পর আত্মঘাতী হলেন দম্পতি। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। দেহগুলিকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকবছর আগে সচিন গ্রোভারের সঙ্গে বিয়ে হয় শিবানির। তাঁদের পারিবারিক তাঁতের ব্যবসা ছিল। কিন্তু কয়েকমাস ধরে সেই ব্যবসায় মন্দা চলছিল। ফলে তাঁদের অর্থিক অবস্থা একেবারেই ভালো যাচ্ছিল না। উপরন্তু বেড়ে চলেছিল ঋণের বোঝা। এই পরিস্থিতিতে মাস চারেক আগে এক পুত্রসন্তানের জন্ম দেন শিবানি। তারপর থেকে তাঁদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়। তাই উপায় না পেয়ে তাঁরা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে তাঁরা তাঁদের পুত্রসন্তানকে বিষ খাইয়ে খুন করেন। এরপর তাঁরা একসঙ্গে আত্মঘাতী হন। 

পুলিশের এখ আধিকারিক বলেন, “মঙ্গলবার রাতে গলায় দড়ি দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেন। পাশের ঘর থেকে উদ্ধার হয় সদ্যোজাতের দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দম্পতি তাঁদের সন্তানকে বিষ খাওয়ান এবং পড়ে নিজেরা আত্মঘাতী হন। আমরা গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement