সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের উন্নাও জেলা। সেখানে কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হল শিশুপুত্র ও বাবার। সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়ে তিন বছরের সন্তানের। অফিসে বসেই ছেলের মৃত্যুর খবর পান বিষ্ণুকুমার জয়সওয়াল। তড়িঘড়ি মোটবাইক চেপে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই পথদুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি সোমবার সকালের। বিষ্ণুকুমার জয়সওয়ালের খুদে সন্তান খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। অফিসে বসেই সেই খবর পৌঁছায় বিষ্ণুকুমারের কাছে। তাঁর গ্রামের বাড়ি রসুলাবাদে। দ্রুত মোটরবাইক চালিয়ে বাড়ির পথে রওনা দেন তিনি। মাঝপথে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বিষ্ণুকুমারের। গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানয়ীরা। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
আগে থেকেই শিশুর মৃত্যুতে যখন শোকসন্তপ্ত অবস্থায় ছিল গোটা পরিবার, সেই সময়ে বিষ্ণুকুমারের মৃত্যুর খবর এসে পৌঁছোয় বাড়িতে। তীব্র বেদনায় দিশাহারা অবস্থা হয় আত্মীয়দের। পুলিশ উভয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি এবং চালকের সন্ধান করছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.