Advertisement
Advertisement
Uttar Pradesh

যোগীর নয়া মডেল ‘হর গাঁও উর্জা কেন্দ্র’, গোবর থেকে তৈরি হবে কাপড় ও বায়োপ্লাস্টিক

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে যোগী সরকারের নয়া উদ্যোগ।

Uttar Pradesh government set to produce cloth and bioplastic from cow dung
Published by: Hemant Maithil
  • Posted:August 2, 2025 12:49 pm
  • Updated:August 2, 2025 8:54 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: প্লাস্টিক দূষণের বিরুদ্ধে এবার যুগান্তকারী পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ‘হর গাঁও উর্জা কেন্দ্র’ মডেলের আওতায় এবার গোবর থেকে তৈরি হবে কাপড় ও বায়োপ্লাস্টিক।

Advertisement

প্রতিদিন উৎপাদিত ৫৪ লক্ষ কেজি গবাদি পশুর গোবর থেকে বায়োপ্লাস্টিক, জৈব পলিমার, জৈব টেক্সটাইল, কাগজ, বোর্ড, কাপড়, বায়োগ্যাস ও প্রাকৃতিক সারের মতো প্রয়োজনীয় পণ্য এবার থেকে তৈরি হবে যোগী রাজ্যে।

যোগী সরকারের এই মডেলের অধীনে একদিকে যেমন গ্রামীণ কর্মসংস্থান বাড়বে। অন্যদিকে জৈব চাষ ও জ্বালানি স্বনির্ভরতাকেও ক্ষুদ্র কিংবা মাঝারি ব্যবসায় কাজে লাগানো যাবে।

এই প্রকল্পের কারিগরি উপদেষ্টার দায়িত্বে রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজস কলেজের সহকারী অধ্যাপক ডঃ শুচি ভার্মা। তিনি ইতিমধ্যেই গোবর থেকে বায়োপ্লাস্টিক তৈরির একটি কার্যকরী নমুনা তৈরি করে গো সেবা কমিশনের কাছে উপস্থাপন করেছেন।

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এই মডেল দারুণ কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। এই উদ্যোগ গ্রামের লক্ষ লক্ষ পুরুষ ও মহিলার কর্মসংস্থান তৈরি করবে। শহরের পাশাপাশি গ্রামগুলিকেও এভাবে অর্থনীতিতে চাঙ্গা করতে উত্তরপ্রদেশ সরকারের এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছে রাজ্যবাসী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ