Advertisement
Advertisement
Uttar Pradesh

বন্ধুর বোনের সঙ্গে প্রেমের ‘অপরাধ’, যোগীরাজ্যে যুবকের মাথা কেটে নিল বন্ধুরাই!

ধৃত চার, পলাতক আরও চার অভিযুক্ত।

Uttar Pradesh Man Beheaded and Dismembered For Relationship With Friend's Sister

ফাইল ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:September 2, 2025 9:27 pm
  • Updated:September 2, 2025 9:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুর বোনের সঙ্গে প্রেমের মতো ‘অপরাধ’। ভয়ংকর ‘শাস্তি’ দিল বন্ধুরাই। যুবকের গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হল। উত্তরপ্রদেশের কানপুরে ঘটেছে এমন হাড়হিম করা ঘটনা। নৃশংস খুনে অভিযুক্ত আট জনের মধ্যে এখনও পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, খুন হয়েছেন বছর ২২-এর যুবক ঋষিকেশ। কানপুরের চাকেরির বাসিন্দা তিনি। রবিবার তাঁর দাদা রবি কুমার ভাইয়ের নিরুদ্দেশের ডায়েরি করেন। এর খানিক বাদেই মহারাজপুর এলাকা থেকে ঋষিকেশের মাথা কাটা দেহ উদ্ধার হয়। তদন্তকারীরা জানিয়েছেন, মৃত যুবকের দুই বন্ধু পবন এবং ববি। এদের মধ্যে পবনের বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ঋষিকেশের। বিষয়টি জানতে পারার পরেই তাঁকে খুনের পরিকল্পনা করে পবন।

শনিবার ঋষিকেশকে অপহরণ করে নির্জন জঙ্গলে নিয়ে যায় পবন এবং ববি। সেখানে ছিল আরও ছয় বন্ধু। সকলে মিলে মারধর করে ঋষিকেশকে। এর মাথা কেটে ধড় থেকে আলাদা করে দেওয়া হয়। শেষে একটি টোটোয় চাপিয়ে দেহ গঙ্গায় ফেলে দেয় পবন এবং ববি। লাশ নদীতে ফেলার সময় সিসিটিভিতে দেখা যায় অভিযুক্তদের। সিসিটিভি ফুটেজ দেখেই চিহ্নিত করা হয় তাঁদের। এখনও পর্যন্ত পুলিশ চার জনকে গ্রেপ্তার করলেও মূল দুই অভিযুক্ত ববি ও পবন পলাতক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ