Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

দু’বার ভেঙেছে দাম্পত্য, তৃতীয় বিয়ের সাতদিনের মাথায় নববধূকে খুন করল যোগীরাজ্যের যুবক!

ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান।

Uttar Pradesh Man Thrashes Third Wife To Death

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 18, 2025 10:10 am
  • Updated:May 18, 2025 10:10 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসপ্তাহ আগে বিয়ে করা স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। মৃতের নাম আরতি পাল। বয়স ২৬ বছর। তিনি জৌনপুরের বাসিন্দা ছিলেন। গত এক সপ্তাহ আগে উত্তরপ্রদেশের বারাণসীর আমাওলির বাসিন্দা রাজু পালের সঙ্গে তাঁর বিয়ে হয়। গত ৯ মে মৃত্যু হয় আরতির। পুলিশের তরফে শনিবার এই খবর জানানো হয়েছে। আরতি রাজুর তৃতীয় স্ত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। 

Advertisement

জানা গিয়েছে, বিয়ের পর থেকেই রাজু ও আরতির মধ্যে ঝামেলা শুরু হয়। গত ৯ মে ঝামেলা চরম আকার নেয়। অভিযোগ, সেই সময়ই আরতিকে ভারী কিছু দিয়ে আঘাত করে রাজু । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আরতি। প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুকে গ্রেপ্তার করে। একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের কথায়, এর আগেও রাজু দু’বার বিয়ে করেছিল। কিন্তু একাধিকবার ঝামেলার কারণে আগের দুই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তার। এরপরই তৃতীয়বার বিয়ে করে রাজু।

পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, রাজুর আগের পক্ষের দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে রাজুর সম্পর্কে জানার চেষ্টা করা হবে। কেন তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল সেই বিষয়টিও জানার চেষ্টা করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ