সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যা আসলে মা গঙ্গার আশীর্বাদ। বন্যাকবলিত এলাকায় গিয়ে এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মৎস্য়মন্ত্রী সঞ্জয় নিষাদ। সঙ্গে সঙ্গেই মন্ত্রীর মুখের উপর এক বৃদ্ধা বলেন, বন্যা যদি আশীর্বাদ হয়ে থাকে তাহলে সঞ্জয়ের উচিৎ বন্যা কবলিত গ্রামে থাকা। মন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে তুলোধোনা করেছে বিরোধীরা।
গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলা। কানপুর, প্রয়াগরাজ, বারাণসীর বিস্তীর্ণ এলাকা জলের তলায়। সেরকমই এক বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মৎস্যমন্ত্রী। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বলছেন, ‘আমার বুক পর্যন্ত জল উঠে এসেছিল। গোটা বাড়ি ভেসে গিয়েছে।’ ওই ব্যক্তির কথার জবাবে সঞ্জয় বলেন, ‘আপনি তো মা গঙ্গার সন্তান। মা গঙ্গা নিজেই আপনার বাড়িতে এসেছেন, আপনাদের পা ধুইয়ে দিতে। এর ফলেই আপনি স্বর্গে চলে যাবেন।”
এখানেই শেষ নয়। পরে আরও একটি বন্যা কবলিত গ্রামে যান উত্তরপ্রদেশের মন্ত্রী। সেখানে গিয়ে তিনি দাবি করেন, “নিমন্ত্রণ না পেয়েও এমন অসময়ে মা গঙ্গা এসেছেন সেটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার।” মন্ত্রীর মুখে এমন কথা শুনে এক বৃদ্ধা সটান বলে বসেন, “তাহলে তো আপনারও এখানে থাকা উচিৎ। আপনি নিজেও মা গঙ্গার আশীর্বাদ নিয়ে যান।” উল্লেখ্য, বন্যার জেরে যমুনা নদীতে জলস্তর বেড়েছে, গঙ্গা নয়। কিন্তু মন্ত্রীমশাই বেমালুম সেকথা ভুলে গিয়েছেন।
মন্ত্রীর বেফাঁস মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই সুর চড়িয়েছে বিরোধীরা। সমাজবাদী পার্টির মতে, মানবিকতা হারিয়ে ফেলেছেন মন্ত্রী। বন্যা কবলিত এলাকায় ত্রাণও পৌঁছতে পারছে না সরকার। কংগ্রেসের তরফে বলা হয়, মন্ত্রীর এমন মন্তব্য আসলে বিশ্বাসের উপর আঘাত। যদিও সমালোচনার মুখে পড়ে সঞ্জয়ের সাফাই, আমজনতার মনোবল বাড়াতেই নাকি এহেন মন্তব্য করেছেন তিনি। ইতিবাচক মানসিকতা বাড়াবে তাঁর মন্তব্য়, বিশ্বাস সঞ্জয়ের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.