সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী। তা নিয়ে দাম্পত্যকলহ লেগেই ছিল। তবে অর্ধাঙ্গিনীকে হাতেনাতে ধরার অপেক্ষায় ছিলেন স্বামী। সেই মতো সুযোগ খুঁজছিলেন তিনি। প্রেমিকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরতেই ভয়ংকর কাণ্ড ঘটালেন যুবক। রাগে কামড় বসালেন স্ত্রীর নাকে! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তরপ্রদেশে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা রাম খিলওয়ান। স্ত্রীকে নিয়ে সংসার তাঁর। সম্প্রতি গ্রামেরই এক যুবকের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রামের স্ত্রী। বেশিদিন বিষয়টা চাপা থাকেনি। গ্রামে জানাজানি হয়ে যায় বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। পরবর্তীতে রামও জানতে পারেন। এরপরই দাম্পত্য কলহ চরমে ওঠে। কিন্তু প্রমাণ ছিল না রামের কাছে। তাই স্ত্রীকে পাকড়াও করতে ফন্দি আঁটেন তিনি। রামের বিশ্বাস ছিল, তিনি বেরলেই প্রেমিকের সঙ্গে দেখা করবেন স্ত্রী। তাই কাজের নাম করে বেরিয়ে বাড়ির খানিকটা দূরে লুকিয়েছিলেন। ব্যস ফাঁদে পা দিয়ে ফেলেন বধূ। স্বামী বেরতেই প্রেমিকের সঙ্গে দেখা করার প্ল্যান করেন তিনি।
এদিকে স্ত্রীকে বাড়ি থেকে বেরতে দেখা মাত্রই পিছু নেন রাম। ঘনিষ্ঠ মুহূর্তে যুগলকে হাতেনাতে ধরে ফেলেন যুবক। এরপরই অশান্তি চরমে ওঠে। এক পর্যায়ে রাগের বশে স্ত্রীর নাকে কামড় বসান স্বামী। বধূর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে লখনউয়ের হাসপাতালে ভর্তি তিনি। আটক করা হয়েছে অভিযুক্তকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.