প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যৌন হেনস্থা করেছে ভাইপো।’ বাড়ির মধ্যেই যৌন হেনস্তার শিকার হয়ে স্বামীকে অভিযোগ জানিয়েছিলেন স্ত্রী। তবে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর, উলটে গোটা পরিবার মিলে নৃশংস নির্যাতন করল নির্যাতিতাকে। মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মাথা নেড়া করে চলল বেধড়ক মার। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজ এলাকায়।
জানা যাচ্ছে, এই ঘটনা ঘটে গত ৩ সেপ্টেম্বর। নির্যাতিতা অভিযোগ জানিয়েছিলেন দিনের পর দিন তাঁর ভাইপো তাঁকে যৌন হেনস্থা করছিলেন। মহিলার সেই অভিযোগ কানে যায় স্থানীয় পঞ্চায়েতের। এর পর পঞ্চায়েতের তরফে নির্দেশ দেওয়া হয়, মহিলা ও তাঁর ভাইপো দুজনের মাথা মুড়িয়ে ফেলার। পাশাপাশি মহিলার স্বামীকে নির্দেশ দেওয়া হয় প্রকাশ্যে লাঠিপেটা করার। পঞ্চায়েতের নির্দেশ মেনেই চলে নির্যাতন। মহিলার পাশাপাশি বেঁধে মারা হয় অভিযুক্ত ভাইপোকেও।
নৃশংস সেই নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, দড়ি দিয়ে হাত-পা বাঁধা মহিলার, মাথা নেড়া। ওই অবস্থায় লাঠি দিয়ে বেধড়ক মারছেন মহিলার স্বামী-সহ গোটা পরিবার। আর এই দৃশ্য দেখতে জমে গিয়েছে ছোটখাট ভিড়। ভিডিও ভাইরাল হতেই সেই ভিডিও সূত্র ধরে তৎপর হয় উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেপ্তার করা হয় ৬ অভিযুক্তকে।
কনৌজের পুলিশ সুপার অমিত কুমার আনন্দ জানান, এক ভিডিওতে দেখা গিয়েছে মহিলাকে ব্যাপক মারধর করা হচ্ছে। যে ব্যক্তি মারধর করছেন তিনি ওই মহিলারই স্বামী। ভিডিওর সূত্র ধরে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.