Advertisement
Advertisement
Uttar Pradesh

মেয়েদের শরীরের মাপ নিতে পারবেন না পুরুষ দর্জি, যোগীর রাজ্যে নয়া প্রস্তাব

সেলুনে মহিলাদের চুলও কাটতে পারবেন না পুরুষরা।

Uttar Pradesh women’s body proposes men shouldn’t tailor women’s clothes

প্রতীকী ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:November 8, 2024 3:53 pm
  • Updated:November 8, 2024 3:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাকের মাপ নেওয়ার নামে মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে। এই ঘটনা রুখতে এবার নয়া প্রস্তাব উত্তরপ্রদেশের মহিলা কমিশনের। প্রস্তাব দেওয়া হয়েছে, কোনও পুরুষ দর্জি মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন না। শুধু তাই নয়, সেলুনে মহিলাদের চুলও কাটতে পারবেন না পুরুষরা।

Advertisement

গত ২৮ অক্টোবর রাজ্যের মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে মহিলা কমিশনের তরফে এক বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই হেনস্থা রুখতে এই প্রস্তাব দেয় কমিশন। এ প্রসঙ্গে কমিশনের সদস্য হিমানী আগরওয়াল বলেন, ‘বৈঠকে প্রস্তাব উঠেছে এখন থেকে মহিলাদের পোশাকের মাপ শুধুমাত্র মহিলারাই নিতে পারবেন। পাশাপাশি দোকানে লাগাতে হবে সিসিটিভি ক্যামেরা।’ এছাড়া সেলুনের ক্ষেত্রে আগরওয়াল বলেন, “দর্জির দোকানের পাশাপাশি সেলুন বা পার্লারেও মহিলা গ্রাহকদের পরিষেবা দেবেন মহিলারা। কোনও পুরুষ কর্মীকে মহিলাদের জন্য নিয়োগ করা যাবে না। বৈঠকে এই প্রস্তাব উঠলে সকলে এই প্রস্তাবকে সমর্থন করেন।”

মহিলা কমিশনের বৈঠকে এও প্রস্তাব রাখেন কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান। এই প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তি দেওয়া হয়, পর্যবেক্ষণে দেখা গিয়েছে এই ধরনের পেশায় মহিলা গ্রাহকরা হেনস্থার শিকার হন। বেশিরভাগ ক্ষেত্রে আপত্তিকরভাবে স্পর্শ করা হয় মহিলাদের। অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করে দর্জি ও সেলুনের কর্মীরা। তাই কমিশনের দাবি, রাজ্য সরকার শীঘ্র এই ঘটনা রুখতে আইন আনুক। আগরওয়াল বলেন, গোটা বিষয়টা প্রস্তাবের আকারে রয়েছে। রাজ্যসরকারকে এই প্রস্তাব পাঠিয়ে আইন আনার আমাদের তরফে অনুরোধ করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ