সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেরাদুনের দুন হাসপাতালের জমিতে নির্মিত হয়েছে বেআইনি মাজার। অভিযোগ পেয়েই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সেই নির্মাণ। রাজ্যের মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ জমা পড়তেই এই পদক্ষেপ করা হল বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পোর্টালে ঋষিকেশের বাসিন্দা পঙ্কজ গুপ্ত উদ্বেগ প্রকাশ করেন দুন হাসপাতালের জমিতে নির্মিত মাজার নিয়ে। এরপরই দেরাদুনের জেলাশাসক নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখতে। শুরু হয় তদন্ত। জমির রেকর্ড ও নথি খতিয়ে দেখা হয়। রাজস্ব দপ্তর, পুরসভা, পিডবলিউডি এবং দুন হাসপাতালের নথি খতিয়ে দেখার পরই জানা যায় সরকারি জমিতেই তৈরি হয়েছে ওই মাজার। এরপর হাসপাতালের কাছে জানতে চাওয়া হয় তারা ওই মাজার নির্মাণে কোনও অনুমতি দিয়েছিল কিনা। নোটিস পাঠানো হয় মাজারের খাদিমের কাছে। শুরু হয় বিতর্ক। অনেকেই অভিযোগ করেন, ওই জমিকে ব্যবসার জন্য ব্যবহার করছেন কেউ কেউ। জানা যায়, এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের কাছে মাজারটি সম্পর্কে অভিযোগ জানিয়েছিল।
| Visuals from Dehradun, Uttarakhand, where a joint team of Municipal Corporation, Public Works Department, Doon Hospital Administration and District Administration demolished an illegal Mazar built on government land. (25.4)
(Source: Dehradun Police)
— ANI UP/Uttarakhand (@ANINewsUP)
অবশেষে পুরসভা কর্তৃপক্ষ, দুন হাসপাতালর কর্তৃপক্ষের যৌথ অপারেশন চালিয়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় মাজারটি। জানিয়ে দেওয়া হয়েছে, বেআইনি নির্মাণ বলেই এই মাজারকে ভেঙে দেওয়া হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.