সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের নিয়োগে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের থামাতে কারফিউ জারি করল উত্তরাখণ্ড (Uttrakhand) পুলিশ। বৃহস্পতিবার থেকেই প্রতিবাদীদের বিক্ষোভে পাথর ছোঁড়া, লাঠিচার্জ করছে পুলিশ। শুক্রবার থেকে বিক্ষোভ ঠেকাতে মরিয়া ছিল প্রশাসন। সেই জন্যই দেরাদুনের (Dehradun) প্যারেড গ্রাউণ্ডের তিনশো মিটার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি করেছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস (Congress)।
পুলিশ, ক্লার্ক-সহ একাধিক ক্ষেত্রে নিয়োগের সময়ে বড়সড় দুর্নীতি হয়েছে, এই দাবিতে বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দেরাদুন। বিশাল সংখ্যক চাকরিপ্রার্থী একজোট হয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। বিক্ষোভ থামাতে আক্রমণাত্মক ভূমিকা নেয় পুলিশ। প্রতিবাদীদের দিকে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গুরুতর আহত হন প্রতিবাদীদের অনেকেই। তাদের পালটা আক্রমণে পুলিশকর্মীরাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস প্রথম থেকেই প্রতিবাদীদের সমর্থন করেছে। নিয়োগ দুর্নীতির তদন্ত করুক সিবিআই, আগে থেকেই এমন দাবি করেছিল কংগ্রেস। বৃহস্পতিবার পুলিশের আচরণের তীব্র প্রতিবাদ করে দলের তরফে বলা হয়েছে, ন্যায্য দাবি জানানোর কারণে পুলিশি বর্বরতা মেনে নেওয়া যায় না। প্রতিবাদীদের সমর্থনে শুক্রবার রাজ্যের সমস্ত দলীয় হেড কোয়ার্টারে কর্মসূচির পরিকল্পনাও রয়েছে কংগ্রেসের।
উত্তরাখণ্ডের স্টেট স্টাফ সিলেকশন কমিটির একাধিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। তারপর আগস্ট মাসেই সমস্ত পরীক্ষার ফলাফল বাতিল করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। বৃহস্পতিবার বিক্ষোভ শুরু হওয়ার পর তিনি বলেন, “এই ঘটনার বিশদ তদন্ত চলছে। ইতিমধ্যেই ২০ জনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.