Advertisement
Advertisement
Operation Kalanemi

ব্যাটা সাধুবেশে…! উত্তরাখণ্ডে ‘ভণ্ড বাবা’ ধরার অভিযান, ‘অপারেশন কালনেমি’তে এক সপ্তাহে জালে হাজারের বেশি

কেন এই অভিযানের নাম অপারেশন কালনেমি?

Uttarakhand police questions 1,250 suspects under Operation Kalanemi
Published by: Subhajit Mandal
  • Posted:July 16, 2025 5:03 pm
  • Updated:July 16, 2025 5:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাটা সাধুবেশে পাকা চোর অতিশয়…! কেদার-বদ্রীর রাজ্য। অথচ সেই রাজ্যে ‘ভুয়ো’ সাধুর ছড়াছড়ি। সাধকের বেশে আমজনতাকে প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। শেষে বাধ্য হয়ে ভুয়ো সাধু ধরতে অভিযান শুরু করতে হয়েছে উত্তরাখণ্ডের বিজেপি সরকারকে। সেই অভিযানে মাত্র এক সপ্তাহেই হাজারের বেশি ‘ভণ্ড সাধু’ ধরা পড়েছে বলে খবর।

Advertisement

গত বৃহস্পতিবার উত্তরাখণ্ড সরকার ‘ভণ্ড সাধু’ ধরার অভিযান শুরু করেছে। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে পুলিশ। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন কালনেমি। এই কালনেমি এক পৌরাণিক অসুর। ত্রেতা যুগে হনুমান সঞ্জীবনী আনতে যাওয়ার সময় সাধু সেজে তাঁকে বিপথে চালিত করার চেষ্টা করেছিল। সাধু বেশে প্রতারণা করার ক্ষেত্রে উদাহরণ হিসাবে তার নাম নেওয়া হয়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, যে ভাবে অসুর কালনেমি সাধু সেজে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল তেমনই আজকের সমাজেও কালনেমির মতো অনেকে আছেন যারা ধর্মের নামে মানুষকে ঠকাচ্ছে। অপরাধ করছে। এদের কড়া হাতে দমন করবে সরকার। ভুয়ো সাধু-সন্ন্যাসী এবং গুরুদের ধরতে ইতিমধ্যেই একাধিক দল গঠন করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সাধু সেজে প্রতারণার অভিযোগ পেলেই সেখানে পৌঁছে যাচ্ছে পুলিশ।

উত্তরাখণ্ড পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ১২৫০ জন সন্দেহভাজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে প্রায় শ’খানেক ভণ্ড সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারের দাবি, অনেক ভণ্ড সাধু সংসার জীবনে ফিরে যেতে চাইছেন। তাদের অনুরোধও ভেবে দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ