সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে এখনও বিপর্যস্ত উত্তরকাশী। সেনার নেতৃত্বে চলছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার অন্তত ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ ৫০। এপর্যন্ত চারজনের মৃত্যুর কথা জানা গিয়েছে। দেরাদুনের স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
গত মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ধস নেমে, জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয় চারজনের। নিখোঁজ ছিল বহু। প্রকৃতির রুদ্ররোষে নৈনিতাল, তেহরি, চামোলি, রুদ্রপ্রয়াগ, আলমোরা বা বাগেশ্বর জেলা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। দেবভূমির উত্তরকাশীর ধারালি গ্রামের হাড়হিম করা ভিডিও দেখে শিউরে উঠছে নেটিজেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হড়পা বানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত ২০-২৫টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের গ্রামের ভয়ংকর প্রকৃতিক বিপর্যয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে জলের তোড়ে যাচ্ছে বাড়ি, দোকান। দেবভূমির উত্তরকাশীর ধারালি গ্রামের হাড়হিম করা ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
দুর্যোগের খবর পাওয়ার পরেই উদ্ধারকাজ শুরু করে জেলা প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য এবং জতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর ১৬ জন সদস্যও। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘উত্তরকাশীর ধারালি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থা উদ্ধারকাজে নেমেছে। আমি নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ঈশ্বরের কাছে সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.