Advertisement
Advertisement
UttarPradesh

মেয়ের জন্য ইনসুলিন কেনার টাকাটুকুও নেই, ফেসবুকে লাইভ করে আত্মঘাতী যোগীরাজ্যের ব্যবসায়ী

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

UttarPradesh Man Cries in Facebook Video, Shoots Self
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 10, 2025 5:29 pm
  • Updated:July 10, 2025 5:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেনায় এতটাই জর্জরিত হয়ে পড়েছিলেন যে, ডায়াবেটিক মেয়ের জন্য ইনসুলিন কেনার টাকাটুকুও ছিল না। সেই কারণে ফেসবুকে লাইভ করে সাহায্যের আর্জি জানিয়েই আত্মঘাতী হলেন এক রিয়েল এস্টেট ব্যবসায়ী। হৃদয়বিদারক এমন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে।

Advertisement

মৃতের পরিচয় সম্পর্কে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে প্রাথমিকভাকে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন নিজের অফিসে বসেই ফেসবুকে লাইভ করেন। পাশাপাশি অফিসের রক্ষীর বন্দুক নিয়ে সেটা থেকে গুলি করে আত্মঘাতী হন।

লাইভ ভিডিওতে নিজের বর্তমান আর্থিক অবস্থার কথা বারবার তুলে ধরেছেন তিনি। অসহায়ভাবে সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “মেয়ের জন্য ইনসুলিন কেনার টাকাও নেই আমার কাছে। আমি আর পারছি না।” মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, লাইভ ভিডিও দেখেই তাঁরা বিষয়টি জানতে পারেন। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। তবে তাঁরা যাওয়ার আগে সব শেষ হয়ে গিয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, শেষ কয়েকবছরে ব্যবসায় লোকসানের ফলে কয়েক কোটি টাকার দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন ওই ব্যবসায়ী। সেই থেকেই তিনি মানসিক চাপে পড়ে যান। মানসিক চাপ সামলাতে না পেরেই ওই ব্যবসায়ী এমন ঘটনা ঘটিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। তবে নিরাপত্তারক্ষীর বন্দুকক তিনি কীভাবে ব্যবহার করলেন সে বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ