হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশ পুলিশে ২০ শতাংশ সংরক্ষণের প্রস্তাবে ছাড়পত্র দিল যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা। সূত্রের খবর, অবসরের পর অগ্নিবীরদের সরাসরি পুলিশের বিভিন্ন পদে এবং দমকলে নিয়োগ করা হবে।
এ প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না বলেন, “এই সিদ্ধান্তের প্রাথমিক উদ্দেশ্য হল অবসরের পরও অগ্নিবীরদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা। এসসি, এসটি এবং ওবিসি সকল শ্রেণির জন্যই এই সংরক্ষণ প্রযোজ্য হবে।” শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের বয়স সীমাতে তিন বছর ছাড় দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। তাঁর মতে, অগ্নিবীরদের যোগদান পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী এবং সুশৃঙ্খল করে তুলবে।
২০২২ সালে ‘অগ্নিপথ’ প্রকল্প আনে মোদি সরকার। এই প্রকল্পের অধীন সেনাকর্মীদের বলা হয় ‘অগ্নিবীর’। ১৭ বছর ৫ মাস থেকে ২১ বছর বয়সি যুবারা অগ্নিপথ প্রকল্পে আবেদন করতে পারেন। চার বছর পর ‘অগ্নিবীর’দের ২৫ শতাংশকে আরও ১৫ বছরের জন্য সেনায় নিয়োগ করা হবে। বাকিদের সেনার তরফে আর্থিক পাওনাগণ্ডা মিটিয়ে ছুটি দেওয়া হবে। এর আগে হরিয়ানা এবং ওড়িশা সরকার অগ্নিবীরদের জন্যে পুলিশে ১০ শতাংশ সংরক্ষণের নিয়ম চালু করেছিল। এবার সেই পথেই হাঁটল উত্তরপ্রদেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.