প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তান্ত্রিকের প্ররোচনায় ক্লাস ইলেভেনের এক ছাত্রকে নৃশংস ভাবে খুন করে দেহ লোপাটের অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধে। অভিযুক্ত শরণ সিংকে প্রয়াগরাজের করেলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক ভরতি জানান, নিহত ১৭বছরের পীযুশের ঠাকুরদার ভাই অভিযুক্ত শরণ সিং। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শরণ সিং পীযুশকে হত্যার অভিযোগ স্বীকার করেছেন বলে পুলিশের তরফে খবর। কেন এই খুন, তাও জানিয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক তান্ত্রিকের প্ররোচণায় পা দিয়েই শরণ এই হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, কয়েক বছর আগেই শরণ সিংয়ের ছেলে ও মেয়ে পরপর আত্মঘাতী হন। মৃত্যুর কারণ জানতে তান্ত্রিকের শরণাপন্ন হন অভিযুক্ত। তান্ত্রিক শরণ সিংকে জানান, আসলে পীযুশেরই মারা যাওয়ার কথা ছিল। পরিবর্তে শরণ সিংয়ের সন্তানদের মৃত্য়ু হয়। পীযুশকে হত্যা করারও পরামর্শ দেন ওই তান্ত্রিকই। শরণ সিং পুলিশকে জানিয়েছেন, তিনি পীযুশকে খুন করে দেহ লোপাট করেছেন।
জানা যাচ্ছে, নিহত পীযুশ ক্লাস ইলেভেনের ছাত্র ছিল। মঙ্গলবার স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। এরপরই তার পরিবারের তরফে করেলি থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে পুলিশ একটি নর্দমা থেকে মুণ্ডহীন দেহ উদ্ধার করে। বুধবার করেলি এলাকা থেকে উদ্ধার হয় ওই মুন্ডু। এরপরই পীযুশের দেহ শনাক্ত করে তার পরিবার।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় এক মহিলা জানিয়েছেন, তিনি স্কুটারচালক এক ব্যক্তিকে বড় কিছু ফেলতে দেখেছিলেন। স্কুটারচালকের সঙ্গে অভিযুক্ত শরণ সিংয়ের চেহারার বিবরণ মিলে যায়। এরপরই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.