Advertisement
Advertisement
Vande Bharat Express

বন্দে ভারতের খাবারে পোকা! ছবি ভাইরাল হতেই কী প্রতিক্রিয়া রেলের?

শুরু হয়েছে বিতর্ক।

Vande Bharat Express Passenger Finds Insect In Train Meal, Railways Responds
Published by: Subhodeep Mullick
  • Posted:July 23, 2025 5:49 pm
  • Updated:July 23, 2025 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে মিলল পোকা। এই সংক্রান্ত বেশ কিছু ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। শুরু হয়েছে বিতর্ক। চাপের মাঝে ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছে রেল।

Advertisement

গত ২২ জুলাই ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে। হার্দিক পাঞ্চাল নামে একট যাত্রী তাঁর এক্স হ্যান্ডেলে খাবারের ছবি পোস্ট করে লেখেন, ‘২২ জুলাই বন্দে ভারত এক্সপ্রেসে করে আমি দিল্লি থেকে যাত্রা শুরু করেছিলাম। কিছুক্ষণ পর আমাদের খাবার পরিবেশন করা হয়। আমাকে যে খাবারের বাক্স দেওয়া হয়েছিল, তা খুলতেই আমি খাবারের মধ্যে একাধিক পোকা ভাসতে দেখি।’ ছবিগুলি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। এমন ঘটনার বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ করার দাবি জানিয়েছেন নেটিজেনরা। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফে ‘রেলওয়ে সেবা’ তাঁদের এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়ে নিয়েছে।

তবে বন্দে ভারতের খাবারে পোকা বা আরশোলা থাকার ঘটনা এই প্রথম নয়। গত বছর একটি বন্দে ভারতের খাবারে পোকা দেখতে পান এক যাত্রী। শুধু তাই নয়, গতবছর মধ্যপ্রদেশের বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রী ট্রেনের খাবারে থাকা ডালে একটি আরশোলা দেখতে পেয়ে খাবারের ছবি তোলেন এবং এক্সে শেয়ার করে অভিযোগ জানান। তার পরেই ওই পোস্ট ভাইরাল হয়ে যায় এবং ভারতীয় ট্রেনে খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যাত্রীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement