সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের জন্য বারবার চাপ দিচ্ছিলেন প্রেমিকা।একাধিকবার টাকাও চেয়েছিলেন তিনি। সেই আক্রোশেই প্রেমিকাকে খুন প্রেমিকের! বারাণসীর একটি হোটেলে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রেমিক।
মৃত তরুণীর নাম অলকা বিন্দ। বয়স ২২ বছর। বারাণসীর রূপপুরে একটি কলেজে জীববিদ্যার স্নাতকোত্তরে প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। সাহেব বিন্দ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। বুধবার সকালে বাড়ি থেকে পরীক্ষার নাম করে বেরিয়েছিলেন অলকা। সারাদিন পর ফিরে না আসায় সন্দেহ হয় পরিবারের। পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা। তারপরই কলেজ থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি হোটেল থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় অলকার।
ওই হোটেলে একটি ঘর পরিষ্কারের সময় প্রথম দেহটি দেখেন হোটেলের কর্মী। ম্যানেজার সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। তদন্তকারীরা গলা কাটা দেহ উদ্ধার করেন। তখনই জানা যায়, এটি নিখোঁজ তরুণী অলকার দেহ। দেহের পাশ থেকে একটি সবজি কাটার ছুরি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অনুমান এই ছুরি দিয়েই তরুণীকে খুন করা হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ হোটেলে আসেন তরুণী। অভিযুক্ত প্রেমিক সাহেব বিন্দ তার ১৫ মিনিট আগে সেখানে আসেন। অনুমান তারপরই খুন করে সুযোগ বুঝে পালিয়ে যান।
পুলিশ অভিযুক্ত সাহেবকে তাঁর দিদির বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। বারাণসীর ডেপুটি কমিশনার আকাশ প্যাটেল জানিয়েছেন, “অভিযুক্তকে ধরতে গেলে সে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি করার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে ওঁর পা লক্ষ্য করে গুলি চালায়। অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন।” পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রেমিকাকে খুনের কথা স্বীকার করেছে। কেন এই খুন?
পুলিশের দাবি অভিযুক্ত জানিয়েছে প্রেমিকা অলকা বিয়ের জন্য চাপ দেওয়ার পাশাপাশি একাধিকবার টাকা চাইছিলেন। সেই আক্রোশেই খুন করে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.