সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার৷ বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতিহাসবিদ রামচন্দ্র গুহ৷
Kuldip Nayar was an intellectual giant of our times. Frank and fearless in his views, his work spanned across many decades. His strong stand against the Emergency, public service and commitment to a better India will always be remembered. Saddened by his demise. My condolences.
Advertisement— Narendra Modi (@narendramodi)
পরিবার সূত্রে খবর, বহুদিন ধরেই বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন নায়ার৷ দিল্লির একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল৷ এদিন ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ আজই দুপুর একটায় লোধি রোডের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে৷ নায়ারের তাঁর স্ত্রী ও দুই পুত্রের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই৷ একাধারে সাংবাদিক, লেখক, কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন নায়ার৷ তাঁর লেখা ছিল ক্ষুরধার৷ তীক্ষ্ণ শ্লেষ ও পারিপার্শ্বিকের বর্ণনা দেওয়ায় তাঁর জুড়ি মেলা ভার৷
১৯২৪ সালে অবিভক্ত দেশের শিয়ালকোট শহরে জন্ম হয় নায়ারের৷ দেশভাগের পর জন্মভিটে ছেড়ে ভারতে চলে আসে তাঁর পরিবার৷ সাংবাদিকতার দীর্ঘ জীবনকালে প্রয়াত প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ‘প্রেস ইনফরমেশন অফিসার’ ছিলেন নায়ার৷ সাংবাদিক হিসেবে একাধিক প্রথম সারির ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি৷ লেখক হিসেবেও যথেষ্ট প্রতিপত্তি ছিল তাঁর৷ নায়ারের লেখা ‘বিটয়ুইন দ্যা লাইনস’ ও ‘স্কুপ’ পাঠকমহলে যথেষ্ট সমাদৃত হয়েছে৷ শুধু তাই রাজনীতিবিদ হিসেবেও তাঁর অবদান যথেষ্ট৷ দেশে জরুরি অবস্থা চলাকালীন ইন্দিরা গান্ধীর নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন নায়ার৷ তাঁর কলমের জোরেই নয়া পথ পেয়েছিল গণতন্ত্র৷ নায়ারে দেহাবসানে ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে এক যুগের অন্ত হল৷
Veteran journalist Kuldeep Nayyar passed away last night in a Delhi hospital. He was 95 years old.
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.