সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে আর মাত্র একটা দিন। আগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। জগদীপ ধনকড়ের ছেড়ে যাওয়া আসনে কে বসবেন, তা ঠিক হয়ে যাবে ওইদিনই। লড়াইয়ে যুযুধান দু’পক্ষ – এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ এবং বিরোধী ইন্ডিয়া জোটের হয়ে লড়ছেন প্রাক্তন বিচারপতি, অন্ধ্রের ভূমিপুত্র বি সুদর্শন রেড্ডি। ইতিমধ্যে রেড্ডিকে সমর্থন জানিয়েছেন বিরোধী ৬টি দল। আর নির্বাচনের একদিন আগে দলের তরফে তাঁকে সমর্থনের কথা ঘোষণা করলেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। রবিবার এনিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি। বিরোধী প্রার্থীকে সমর্থনের জন্য ওয়েইসিকে ধন্যবাদ জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
Thank you bhai,
Lok Sabha MP and national president of for coming forward in support of Justice Sudarshan Reddy garu as Vice President with a common national interest initiative.Advertisement— Revanth Reddy (@revanth_anumula)
গত জুলাইতে সংসদের বাদল অধিবেশন শেষের দিন দুই আগে আচমকাই উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়। রাষ্ট্রপতিকে পাঠানো পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন। তাঁর শূন্যপদ পূরণের জন্য ৯ সেপ্টেম্বর নির্বাচনের আয়োজন করা হয়। কেন্দ্রের এনডিএ সরকারের তরফে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম। একদিন পরই বিরোধী ইন্ডিয়া জোট কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠক করে সর্বসম্মতিক্রমে তাঁদের প্রার্থী ঠিক করে। উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী প্রাক্তন বিচারপতি, অন্ধ্রের ভূমিপুত্র বি সুদর্শন রেড্ডি। তাঁকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে এনসিপি (শরদ পওয়ার), সমাজবাদী পার্টি, ডিএমকে, শিব সেনা, আপ, তৃণমূল। এবার সমর্থন জানাল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম।
রবিবার সোশাল মিডিয়ায় পোস্টে মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাঁকে অনুরোধ জানিয়েছিলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থীকে সমর্থন করার জন্য। সেই অনুরোধ মেনে এবং কেন্দ্র বিরোধী জোট আরও শক্তিশালী করার উদ্দেশে ‘হায়দরাবাদী’, প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডির পক্ষেই দাঁড়ালেন বলে জানিয়েছেন ওয়েইসি। পালটা তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ওয়েইসির এই পদক্ষেপ জাতীয় স্তরে বিরোধীদের লড়াইকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.