সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র তিন দিনের সংঘর্ষে কুপোকাত পাকিস্তান। পর্যুদস্ত প্রতিপক্ষ ‘কান্নাকাটি’ শুরু করায় আমেরিকার মধ্যস্ততায় সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ভারত। সোমবার ভারতীয় সেনার সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে আনা হয় রাওয়ালপিন্ডি শহরের বায়ু সেনাঘাঁটির বিধ্বস্ত ভিডিও। ভারতীয় সেনার হামলায় যেন রাতারাতি বিরাট পুকুর তৈরি হয়েছে ওই সেনাঘাঁটির রানওয়েতে। শক্তিশালী বিস্ফোরণে এলাকাজুড়ে ধ্বংসের নানাবিধ চিহ্ন।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। ৭ মে পঁচিশ মিনিটের অপরেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। সোমবার সাংবাদিক বৈঠকে এয়ার মার্শাল একে ভারতী জানান, কীভাবে সীমান্তের এপার থেকেই রাওয়ালপিন্ডির নূর খান বায়ু সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা।
| Delhi | Air Marshal AK Bharti presents the composite picture of targets engaged by the Indian Air Force during
— ANI (@ANI)
একটি ভিডিও দেখানো হয়। সেখানে দেখা গিয়েছে, পাক সেনাঘাঁটির রানওয়েতে পুকুর সাইজের বিরাট গর্ত তৈরি হয়েছে। বিস্ফোরণে আগুন ধরে গিয়েছে আশপাশের এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে জায়গাটা। এর থেকেই স্পষ্ট ভারতীয় সেনা কতখানি শক্তিশালী হামলা চালিয়েছে। উল্লেখ্য, পাক সেনা সদর দপ্তরের কাছে ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত রাওয়ালপিণ্ডির এই বায়ু সেনাঘাঁটি। মনে করা হচ্ছে, একের পর এক এমন মার খেয়েই পাকিস্তান শেষ পর্যন্ত হটলাইনের সংঘর্ষবিরতির জন্য ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে অনুরোধ করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.