সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীর (Ram Navami) আগের সন্ধেয় রণক্ষেত্রের চেহারা নিল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ। দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বিশাল পুলিশ বাহিনী। পালটা তাঁদের উপর চড়াও হয় ৫০০-৬০০ জন। পুলিশের ভ্যান-সহ একাধিক গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে। অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
অশান্তির সূত্রপাত বুধবার সন্ধেয়। রমজান মাসেই রামনবমী। সেই উপলক্ষে দুই সম্প্রদায় মানুষের মধ্যেই উৎসবের আমেজ। এমন পরিস্থিতিতে ঔরঙ্গাবাদের কিরাদপুরা এলাকায় বুধবার সন্ধেয় যুবকদের দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী।
পুলিশ কমিশনার নিখিল গুপ্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ নামতেই পালটা হামলা চলে। পুলিশের গাড়ি-সহ ছয়-সাতটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। প্রায় ঘণ্টাখানেক তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের খোঁজ চলছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, স্থানীয়দের শান্ত করতে মাঠে নেমেছেন জনপ্রতিনিধিরা।
স্থানীয় সাংসদ ইমতিয়াজ জলিল জানিয়েছেন, একটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গোষ্ঠী অশান্তিতে জড়িয়ে পড়ে। সেই অশান্তিকে কেন্দ্র করে কয়েক শো লোক জড়ো হয়ে যায়। পাথর ছোঁড়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই বলে দাবি তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.