সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জোর করে গর্ভপাত করানোর অভিযোগ উঠল কেরলের কংগ্রেস বিধায়ক রাহুল মামকুতাথিলের বিরুদ্ধে। গত কয়েকদিনে অভিনেত্রীকে অশালীন মেসেজ, রূপান্তরিত মহিলা সমাজকর্মীকে বিকৃত যৌন চাহিদার বার্তা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ফাঁস হওয়া এক অডিও ক্লিপে শোনা যাচ্ছে, এক মহিলাকে হুমকি দিয়ে রাহুল বলছেন, গর্ভপাত না করালে কয়েক সেকেন্ডের মধ্যে খুন করে দেবেন তিনি।
গত বৃহস্পতিবার নাম না করে রাহুলের বিরুদ্ধে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগ এনেছিলেন মালয়ালম অভিনেত্রী রিনি অ্যান জর্জ। তার জেরে কেরল যুব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফাও দেন রাহুল। পরদিনই এক রূপান্তরিত মহিলা সমাজকর্মীর অভিযোগ, তাঁকে আপত্তিকর যৌন ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠিয়েছেন রাহুল। শুধু তাই নয়, যৌন ইচ্ছার কথা জানিয়ে মেসেজও করতেন রাহুল। অবন্তিকার কথায়, রাহুলের যৌন ইচ্ছাগুলো অনেকটাই ধর্ষণের সমতুল্য। সেই ইচ্ছার কথা বারবার মেসেজ করে জানিয়েছেন কংগ্রেস নেতা।
যদিও পালাক্কাড়ের কংগ্রেস বিধায়ক সাফ জানান, তিনি কোনও অন্য়ায় করেননি। সঙ্গে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তা যেন আদালতে প্রমাণ করেন ওই অভিনেত্রী। যদিও রাহুলের মতে, অভিনেত্রী তাঁর ভালো বন্ধু। রিনি যাঁকে কাঠগড়ায় তুলেছেন তিনি অন্য কোনও ব্যক্তি। এবার রাহুলকে আরও অস্বস্তিতে ফেলে প্রকাশ্যে এল একটি অডিও ক্লিপ। সেখানে শোনা যাচ্ছে, এক মহিলাকে গর্ভপাত করতে বলছেন রাহুল। কিন্তু মহিলা প্রতিবাদ করতেই রাহুল শাসানি দিয়ে বলেন, “তোমাকে শেষ করতে আমার মাত্র কয়েকটা সেকেন্ড লাগবে।”
চার মিনিটের এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা যায়নি। এই নিয়ে রাহুল বা কংগ্রেস নেতৃত্বের তরফে কিছু বলাও হয়নি। উল্লেখ্য, এর আগে রাহুলের বিরুদ্ধে যাঁরা অভিযোগ এনেছেন তাঁদের কথায়, দলীয় নেতৃত্বের কাছে রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এই বিষয়টিকে ইস্যু করে ইতিমধ্যেই পথে নেমেছে বিজেপি। বিধায়ক পদ ছাড়ুন রাহুল, দাবি গেরুয়া শিবিরের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.