সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকালেও পুণ্যার্থীদের ভিড়ে, লক্ষ মানুষের পবিত্রস্নানে জমে উঠেছিল মহাকুম্ভ। তার মধ্যেই হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ! শাস্ত্রী ব্রিজের কাছে সেক্টর ১৯ চত্বরে ছড়ায় লেলিহান আগুন। একের পর এক তাবুতে আগুন ধরে যায়। কোলা ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। সেই আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন মেলায় উপস্থিত জনতা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তেমন কিছু ভিডিও। যা দেখে শিউরে উঠছে নেটিজেনরা।
🚨🇮🇳 Massive Fire Breaks Out at Mahakumbh, Chaos Erupts, Several Tents Reduced to Ashes
AdvertisementCause of Fire: Local Residents Claim caused gas Cylinder Blast , Multiple Tents Destroyed
📍 Prayagraj | India
— Weather monitor (@Weathermonitors)
সাধারণ জনতা, একাধিক সংবাদসংস্থার ভিডিওতে যেমন ভয়ংকর আগুন দেখা গিয়েছে, তেমনই মহাকুম্ভ ২০২৫’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেও ধরা পড়েছে আগুনের সর্বগ্রাসী চেহারা। যদিও দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। পাশাপাশি পুণ্যার্থীদের দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।
শুরুতে একটি তাঁবুর ভিতরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এরপর দাউদাউ আগুনে জ্বলে ওঠে একটি তাঁবু। চোখের নিমেষে একাধিক তাঁবুতে ছড়ায় সেই আগুন। আপাতকালীন পরিস্থিতি সামলানোর জন্য মেলার মাঠেই ছিল দমকলের একাধিক ইঞ্জিন। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় ইঞ্জিনগুলি। তড়িঘড়ি কাজ শুরু করেন দমকল কর্মীরা।
महाकुंभ मेले में लगी आग का तुरंत गंभीरता से संज्ञान लिया जाए और आगे ऐसी दुर्घटना न हो, इसको सुनिश्चित किया जाए।
— Akhilesh Yadav (@yadavakhilesh)
আখড়া থানার পুলিশ আধিকারিক ভাষ্কর মিশ্র বলেন, “মহাকুম্ভ মেলার সেক্টর ১৯-এ দুটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছিল। এর জেরে একাধিক তাঁবুতে আগুন লেগে যায়। দমকল কর্মীরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছেন।” দমকলকে সাহায্য করতে অকুস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। এখনও পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। অনুমান করা হচ্ছে, তাঁবুর ভিতরে রান্নার কাজের সময় কোনওভাবে আগুন ছড়ায়।
এরপর সিলিন্ডারে বিস্ফোরণে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। দুর্ঘটনায় পুণ্য়ার্থীরা কেউ আহত হননি বলেই খবর। পরিস্থিতি তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভের পরিস্থিতির খবর নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.