সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ম ভেঙে ডিনার টেবিলে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পরিবেশন করছেন খোদ পুরোহিত! ওড়িশায় এরকমই একটি ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে, সেজন্য মন্দির কতৃপক্ষ ইতিমধ্যেই পুরীর সব হোটেলকে সতর্ক করেছে।
এই সংক্রান্ত একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, পুরীর একটি হোটেলের ডিনার টেবিলে বসে রয়েছেন দশ জনের একটি পরিবার। একজন পুরোহিত তাঁদের থালায় পরিবেশন করছেন মন্দিরের মহাপ্রসাদ। এরপরই সেখানে একজন অজ্ঞাত পরিচয় যুবক এসে পুরোহিতের সঙ্গে কথা বলতে শুরু করেন। জিজ্ঞাসা করেন, কীভাবে তিনি এটা করতে দিলেন? তবে তারপরও ওই পরিবারকে সেখানেই খেতে দেখা গিয়েছে।
ଭିଡ଼ିଓ ରେ ଦେଖନ୍ତୁ ସେ ହୋଟେଲର କର୍ମଚାରୀ ମନା କରିବା ସତ୍ତ୍ବେ ସେମାନେ କିପରି ଡାଇନିଂ ଟେବୁଲ ଉପେର ମହାପ୍ରସାଦ ବାଢ଼ି ଗୋଡ଼ ହଲେଇ ମୋବାଇଲ ଚଲାଇ ପାଉଛନ୍ତି..ଆଉ ତହୁଁ ବଡ଼ ସେ ବ୍ରାହ୍ମଣ ମହାଶୟ ଯିଏ ମହାପ୍ରସାଦ ତାଙ୍କୁ ବାଢ଼ିକି ଦେଇଛନ୍ତି।ଆଉ ସେ ଦାଢ଼ିଆ ବାବା ସବୁ ଦେଖି ମଧ୍ଯ ଚୁପ ହୋଇ ଠିଆ ହୋଇଛନ୍ତି।ଦୋଷ କାହାକୁ ଦେବେ?
— 🦋šrαdhα🦋 (@princess_sradha)
এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে বিতর্কের ঝড়। প্রশ্ন উঠছে, মহাপ্রসাদ যেখানে মাটিতে বসে খেতে হয়, কীভাবে ওই পরিবার তা হোটেলের ডিনার টেবিলে বসে খেলেন? এমনকী প্রশ্নবাণের মুখে পড়েছেন ওই পুরোহিতও। গোটা বিষয়টি মন্দির কর্তৃপক্ষের নজরে আসতেই তারা একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ‘টেবিলে বসে মহাপ্রসাদ খাওয়া ঐতিহ্য বিরোধী। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। কোটি কোটি ভক্তের ভাবাবেগে এটি আঘাত লেগেছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাচীনকাল থেকেই মাটিতে বসে মহাপ্রসাদ খাওয়ার রীতি চলে আসছে। সুতরাং সকল ভক্তদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন এই ঐতিহ্য না ভাঙেন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.