Advertisement
Advertisement
Supreme Court

ওবিসি মামলায় হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির

আগামী সোমবার মামলাটির শুনানি হতে পারে।

WB Govt approaches Supreme Court Challenging HC Staying on new OBC List

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:July 24, 2025 12:29 pm
  • Updated:July 24, 2025 1:49 pm   

সোমনাথ রায়, নয়াদিল্লি: ওবিসি নতুন লিস্টে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দৃষ্টি আর্কষণ করেন। দ্রুত শুনানির দাবি জানান তিনি। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সোমবার মামলাটির শুনানি হতে পারে।

Advertisement

প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের বর্ষীয়ান আইনজীবী সিব্বল বলেন, “নতুন তালিকাকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে বলা হয় আমাদের (রাজ্যকে) আইন প্রণয়ন করতে হবে। এটা সমস্ত রায়ের পরিপন্থী।” প্রধান বিচারপতি গাভাই বলেন, “ইন্দিরা সাহনি মামলার পর থেকে ধরে হয় যে, ওবিসি শনাক্তকরণের জন্য আইন প্রণয়নের প্রয়োজন।” সিব্বল শীর্ষ আদালতে আরও জানান, হাই কোর্টে (কলকাতা) একটি অবমাননার আবেদন দাখিল করা হয়েছে তা স্থগিত রাখার আবেদন করা হচ্ছে। দেশের প্রধান বিচারপতি বলেন, “বিষয়টি তালিকাভুক্ত করা হোক।” সোমবার শুনানি হবে বলে মনে করা হচ্ছে।

২০২৪ সালে কলকাতা হাই কোর্ট ২০১০ সাল থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে রায় দেয়। রাজ্যকে নতুন তালিকা তৈরি করতে বলা হয়। সেই মোতাবেক কাজ করে নতুন তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু নিয়ম মেনে সব কাজ হয়নি,এই অভিযোগ তুলে হাই কোর্টে মামলা হয়। রাজ্য ও অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশনের যুক্তি ছিল, সমস্ত নিয়ম মেনেই সমীক্ষা হয়েছে এবং তার রিপোর্ট পেশ হয়েছে। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাই কোর্ট। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে রায় দেয় হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ