Advertisement
Advertisement
Matua Community

SIR নিয়ে আপত্তি তুলে রাহুল সাক্ষাতে ‘মতুয়া মহাসংঘ’, ধাক্কা খাবে বিজেপি?

তৃণমূল-বিজেপির পর এবার রাজ্যের মতুয়াদের মন পেতে আসরে কংগ্রেসও।

West Bengal Matua Community leaders meets Rahul Gandhi
Published by: Subhajit Mandal
  • Posted:August 30, 2025 4:36 pm
  • Updated:August 30, 2025 5:05 pm  

জ্যোতি চক্রবর্তী: তৃণমূল-বিজেপির পর এবার রাজ্যের মতুয়াদের মন পেতে আসরে কংগ্রেসও। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্যোগে মতুয়া মহাসংঘের ব্যানারে বিহারে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এলেন মতুয়া সমাজের একাংশের প্রতিনিধিরা। মূলত, কেন্দ্রের মোদি সরকারের SIR নিয়ে আপত্তি তুলে রাহুলের দ্বারস্থ হয়েছেন তাঁরা। 

Advertisement

শনিবার বিহারের ছাপরায় বনগাঁ থেকে বিহারে যাওয়া মতুয়া ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন লোকসভার বিরোধী দলনেতা। আগামী দিনে তাঁকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয় মতুয়া ভক্তদের তরফে।  মতুয়া মহা সংঘ এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অবদান সম্পর্কে অবগত হন লোকসভার বিরোধী দলনেতা। রাহুল গান্ধীকে মতুয়া ধর্মের মালা এবং গামছা উপহার দেওয়া হয়। মতুয়া ভক্তদের দাবি, যেভাবে এসআইআর-এর নামে মতুয়াদের ‘বেনাগরিক’ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে রাহুল গান্ধীর যে আন্দোলন, তারা সেটা সমর্থন করেন। রাহুল যেভাবে SIR এর বিরোধিতা করে গোটা দেশজুড়ে আন্দোলন চালাচ্ছেন সেজন্য তাকে বাংলায় আমন্ত্রণ জানানো হয়। প্রতিনিধি দলে থাকা মতুয়া ভক্তদের দাবি তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের আসার ইচ্ছাপ্রকাশ করেছেন রাহুল গান্ধী।

West Bengal Matua Community leaders meets Rahul Gandhi

 

রাহুলের সঙ্গে দেখা করতে মতুয়াদের প্রতিনিধিরা যে ব্যানার নিয়ে গিয়েছিলেন সেটা বেশ তাৎপর্যপূর্ণ। ওই ব্যানারে নিজেদের মতুয়া মহাসংঘের প্রতিনিধি হিসাবে দাবি করেছেন তাঁরা। ব্যানারে রাহুলকে ‘রাহুল দাদা’ বলে উল্লেখ করা হয়। লেখা হয়, ‘SIR-এ বিপদ, কংগ্রেসে নিরাপদ’। মতুয়া প্রতিনিধিদের রাহুলের সঙ্গে সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ।

আসলে গত কয়েক বছরে বঙ্গে মতুয়াদের বেশিরভাগ সমর্থন থেকেছে বিজেপির পক্ষে। তৃণমূলও ওই ভোটব্যাঙ্কে থাবা বসানোর চেষ্টা করেছে। এবার কংগ্রেস যদি ওই ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারে তাহলে বিজেপির ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য, শান্তনু ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ দীর্ঘদিন ধরে নাগরিকত্বের জন্য লড়াই করছে। যারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন তাঁরা মতুয়া সমাজে পরিচিত বা গুরুত্বপূর্ণ নন বলেই দাবি তাঁদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement