Advertisement
Advertisement
Republic day

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলা, এবারের থিম কী?

একাধিকবার ট্যাবলোর থিম নিয়ে বিতর্কে জড়িয়েছে কেন্দ্র ও রাজ্য।

West Bengal will join Republic day's parade
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 23, 2024 7:07 pm
  • Updated:December 23, 2024 8:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলোর থিম একাধিকবার খারিজ করেছে কেন্দ্র। তবে এবার অর্থাৎ ২০২৫ সালে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলা। ছৌ-নাচ ও বাউল গানের তালে রাজধানীর কর্তব্যপথে ছুটতে চলেছে বাংলার ট্যাবলো। 

Advertisement

এবার সাধারণতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণিম ভারত- বিরাসত অর বিকাশ’। তাতে বাংলার যে মডেল পাঠানো হয়েছিল তা পছন্দ হয়েছে কেন্দ্রের। জানা গিয়েছে, জঙ্গলমহল ও টেরাকোটার মন্দিরের আদলেই সাজানো হবে ট্যাবলো। তার মঞ্চেই চলবে বাউল ও ছৌ শিল্পীদের অনুষ্ঠান। ২০২০ সালে রাজ্যের প্রস্তাবিত ট্যাবলো খারিজ করেছিল কেন্দ্র। ২০২২ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী মাথায় রেখে ট্যাবলোর পরিকল্পনা করেছিল রাজ্য। তাও বাতিল হয়। সেই সময় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বছরই ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানোর উদ্যোগ নিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৩ জানুয়ারি থেকে সাধারণতন্ত্র দিবস উদযাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

২০২৩ সালে প্যারেডে অংশ নিয়েছিল বাংলার ট্যাবলো। কিন্তু ২০২৪ সালে ফের বিপত্তি। মহিলা সশক্তিকরণ থিমে পশ্চিমবঙ্গের প্রস্তাবিত কন্যাশ্রী ট্যাবলো খারিজ করে দেয় প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এক্সপার্ট কমিটি। চলতি বছরে কী হবে, তা নিয়ে জল্পনা চলছিলই। জানা গেল, এবার প্যারেডে অংশ নেবে বাংলা। উল্লেখ্য, ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১, ২০২৩ সালেও অংশগ্রহণ করছে বাংলার ট্যাবলো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ