Advertisement
Advertisement
Rishi Sunak

‘যুগ পালটেছে, পুরনো ধ্যানধারণা ভেঙে গিয়েছে’, ‘শুল্কযুদ্ধের’ মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋষি সুনাকের

আর কী বললেন তিনি?

What Ex UK PM Rishi Sunak said on Tariffs
Published by: Subhodeep Mullick
  • Posted:October 18, 2025 2:05 pm
  • Updated:October 18, 2025 2:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন ‘শুল্কযুদ্ধ’ নিয়ে আগেই ভারতের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। এবার শুল্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বলেন, “এখন যুগ পালটে গিয়েছে। পুরনো ধ্যানধারণাও ভেঙে গিয়েছে।” বিশেষজ্ঞদের মতে, এই মন্তব্যের মাধ্যমে ঋষি আসলে ঘুরিয়ে ট্রাম্পকে কটাক্ষ করেছেন।

Advertisement

শুক্রবার সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঋষি। সেখানে তিনি বলেন, “বার্লিনের পাঁচিল ভেঙে যাওয়ার পর বিশ্বের পুরনো ব্যবস্থাগুলিও ভেঙে গিয়েছে। আমি যে সময় বড় হয়েছি, এখন সেই যুগ আর নেই। আর আমার মনে হয় না যে সেই যুগ আবার ফিরে আসবে। তবে কয়েকটি বিষয় স্পষ্ট। গোটা বিশ্ব আরও বহুমুখী হবে। বহুমুখীতার অন্যতম উদাহরণ হল ভারত। আমার মনে হয়, সব দেশগুলিই তাদের অভ্যন্তরীণ ক্ষমতার উপর বেশি মনোযোগ দেবে।” এরপর ভারত-ব্রিটেনের বাণিজ্যচ্যুক্তির প্রসঙ্গটিও উথ্থাপন করেন সুনাক। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী থাকাকালীন এই উদ্যোগটি নিয়েছিলাম। নতুন সরকার যে এটির বাস্তবায়ন করেছে, তার জন্য আমি খুশি। তবে চুক্তিতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু ভারত-ব্রিটেনের বাণিজ্যচুক্তি গোটা বিশ্বের কাছে একটি ইতিবাচক সংকেত।”

প্রসঙ্গত, ভার‍তীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবেই ভারতের উপর শুল্ক চাপানো হয়েছে। তবে ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি জানান, কেবল রুশ তেল কেনা নয়, ভারত যেভাবে বাণিজ্যচুক্তি নিয়ে ‘গড়িমসি’ করেছে, তার জেরেও বিরাট মাপের শুল্ক বসানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ