সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন ক্রমশ উন্নতি করছে বিহার, তখন ‘বিড়ি-বিহার’ মন্তব্য করে কটাক্ষ করছে কংগ্রেস আর আরজেডির মতো বিরোধী দলগুলি। সোমবার বিহার সফরে এই ভাষাতেই বিরোধী পক্ষকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, নীতীশ কুমারের রাজ্যে ৩৬ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন নমো।
এদিন পুর্ণিয়া জেলার একটি সভায় মোদি বলেন, “বিহারে তৈরি রেল ইঞ্জিন আফ্রিকায় রপ্তানি করা হচ্ছে। যদিও এটা কংগ্রেস এবং আরজেডি নেতাদের পছন্দ নয়। যখনই বিহার উন্নতি করে, তখনই এই দলগুলি রাজ্যকে অপমান করে। আরজেডির সঙ্গে দল বেঁধে সোশাল মিডিয়ায় বিহারের নিন্দায় ব্যস্ত কংগ্রেস। বিড়ির সঙ্গে রাজ্যের তুনলা করছে! ওরা আসলে বিহারকে ঘৃণা করে।”
ক’দিন আগেই বিড়ি থেকে জিএসটি কমানো এবং বিজেপিশাসিত কেরল নিয়ে কটাক্ষ করে কেরল কংগ্রেস। সোশাল মিডিয়ায় এক পোস্টে কটাক্ষ করা হয় ‘বি’ দিয়ে বিড়ি এবং বিহার শুরু হয়। এমন মন্তব্যের পর গেরুয়া শিবির বেজায় ক্ষিপ্ত হয়। শুরু হয় বিতর্ক। এরপর অবশ্য ওই পোস্ট মুছে দেয় কেরল কংগ্রেস। এদিন সেই প্রসঙ্গ টেনে লালু ও রাহুল গান্ধীর দলকে একহাত নিলেন মোদি। তিনি বলেন, “আরজেডি এবং কংগ্রেসের লোকেরা নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে চিন্তিত। কিন্তু মোদির কাছে আপনারাই পরিবার। সেই কারণেই মোদি বলে ‘সব কা সাথ সব কা বিকাশ’। আপনাদের খরচ এবং সঞ্চয় নিয়ে মোদি চিন্তা করে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.