সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখনই দেশ কোনও সংকটের মুখে পড়েছে, তখন সংবিধানই ভারতকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করে রেখেছে। শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। পাশাপাশি, তিনি জানান, স্বাধীনতার পর থেকে সংবিধানই দেশকে উন্নয়নের পথে এগিয়ে যেতে সাহায্য করেছে।
এদিন এলাহাবাদ হাইকোর্টের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গাভাই। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যখন সংবিধান তৈরি হয়েছিল এবং তার চূড়ান্ত খসড়া গণপরিষদের সামনে উপস্থাপন করা হয়েছিল, তখন এক শ্রেণির লোক বলতেন, সংবিধানটি খুব বেশি যুক্তরাষ্ট্রীয়, আবার কেউ কেউ বলতেন, এটি খুব বেশি কেন্দ্রীভূত।” তাঁর সংযোজন, “বাবা সাহেব আম্বেদকর জানিয়েছিলেন, সংবিধান সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রীয় বা কেন্দ্রীভূত কোনওটিই নয়। আমি মনে করি আমরা এমন একটা সংবিধান পেয়েছি, যা সংকটের সময় ভারতকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে রাখে।”
পাকিস্তানকে খোঁচা দিয়ে গাভাই বলেন, “আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশগুলির কী আবস্থা! এদিকে স্বাধীনতার পর ভারত কেবল উন্নয়নের পথেই এগিয়ে গিয়েছে। এর কৃতিত্ব সংবিধানকেই দেওয়া উচিত। দেশের সর্বশেষ নাগরিকের কাছে ন্যায়বিচার পৌঁছনো আমাদের মৌলিক কর্তব্য। বিচার বিভাগকে তা করতেই হবে।”
প্রসঙ্গত, আগামী ছ’মাসের জন্য দেশের প্রধান বিচারপতির পদ সামলাবেন গাভাই। চলতি বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হলেন গাভাই। এর আগে শীর্ষ আদালতে বিচারপতি থাকাকালীন নোটবন্দি থেকে শুরু করে ইলেক্টোরাল বন্ডের মতো অন্তত ৩০০টি মামলার সঙ্গে যুক্ত থেকেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.