সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবাসরীয় সকালে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। ‘জন শুনানি’ চলাকালীন এই হামলা হয় বলেই জানা যাচ্ছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কে এই আততায়ী? কেনই বা এই হামলা?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, অভিযুক্তের বয়স ৪১ বছর (অন্য এক সূত্রের দাবি ৩৫)। তাঁর সঙ্গে ছিল কিছু নথিপত্র। নিজেকে তিনি রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া বলে পরিচয় দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি রাজকোটের বাসিন্দা বলেই দাবি। হামলার অব্যবহিত পরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শুরু হয়েছে মামলার তদন্ত।
এদিকে অভিযুক্তের মা ভানুর দাবি রাজেশ এক কুকুরপ্রেমী। সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লির পথকুকুর নিয়ে যে রায় দিয়েছে তা নাকি একেবারেই পছন্দ ছিল না তাঁর। তাঁর কথায়, ”রায়টা একেবারেই পছন্দ ছিল না ওর। এরপরই দিল্লির উদ্দেশে বেরিয়ে পড়ে। তারপরে আমরা আর কিছু জানি না।”
জানা যায়, সিভিল লাইনস এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি আবাস। সেখানেই সাপ্তাহিক ‘জন শুনানি’ চলছিল। ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান। আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়। এমনকী চুল ধরেও টানা হয়েছে বলে অভিযোগ। চড় মারার আগে তিনি ঢিলও ছোড়েন বলে প্রাথমিক ভাবে জানা গেলেও পরে জানা যায় তথ্যটি ভুল। ঘটনার পরেই হাতেনাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন নিরাপত্তায় থাকা কর্মীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে। যদিও তিনি কোন দলের সমর্থক কিনা তা এখনও জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.